স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ মে।। ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালটি কোভিড ডেডিকেটেড হাসপাতাল করা হচ্ছে? শুক্রবার এনিয়ে ছিল জোর গুঞ্জন৷ গুঞ্জন ও কৌতূহল আরো বাড়ে হাঁপানিয়া মেলা প্রাঙ্গণে কোভিড কেয়ার সেন্টার পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়ার পর৷ কোভিড হাসপাতাল করা হতে পারে এই ইঙ্গিত করেছিলেন মুখ্যমন্ত্রী৷ পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে টিএমসি অ্যান্ড ড. বি আর আম্বেদকর টিচিং হাসপাতাল কোভিড ডেডিকেডেট হাসপাতাল করা হতে পারে৷
হাঁপানিয়াস্থিত কলেজ হাসপাতালের এমএস ডা. অরিন্দম দত্তের সাথে যোগাযোগ করলে তিনি জানান, নোটিফিকেশন না পাওয়া পর্যন্ত এই বিষয়ে তার পক্ষে কিছু বলা সম্ভব নয়৷ তবে কোভিড হাসপাতাল করা হলে কোন অসুবিধা নেই৷ যথাযথ প্রস্তুতি নিয়ে রাখা আছে৷ শুক্রবার সকালের পর থেকেই হাসপাতালের কিছু কিছু বিভাগ অন্যত্র স্থানান্তরের কাজ শুরু হয়ে গেছে৷ স্বাস্থ্য কর্মীরা সহ বেসরকারি নিরাপত্তা কর্মীদের দিনভর ভীষণ ধকল সইতে হয়৷ সূত্রে খবর, হাঁপানিয়া কলেজ হাসপাতাল কোভিড ডেডিকেটেড হাসপাতাল হচ্ছেই৷
কারণ, পরিস্থিতি যেদিকে এগুচ্ছে এই অবস্থায় কোভিড হাসপাতাল প্রয়োজন হয়ে পড়েছে৷ হাসপাতালের এমএস ডা. দত্ত রাতে পর্যন্ত নোটিফিকেশন বা সরকারি কোন নির্দেশিকা পাননি বলে জানিয়েছেন৷ পাশাপাশি তিনি এও বলেছেন, কোভিড আক্রান্তদের চিকিৎসা পরিষেবার দেবার মতো পরিকাঠামো করে রাখা আছে৷ শয্যা সংখ্যা ১২০৷ কোভিড আক্রান্তদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য নতুন বিল্ডিং সব দিক দিয়ে প্রস্তুত করা আছে৷ বর্তমানে যেসমস্ত বিভাগ চালু আছে এই বিভাগগুলি পুরোনো বিল্ডিং-এ স্থানান্তরিত করা হবে৷
তিনি জানিয়েছেন কলেজ হাসপাতাল প্রস্তুত পরিষেবা দেবার জন্য৷ সরকারের নির্দেশিকা পাওয়ার পরেই এব্যাপারে স্পষ্ট করে জানানো সম্ভব৷ এদিকে ক্যান্সার হাসপাতালের পুরোনো বিল্ডিং-এ কোভিড ডেডিকেটেড হাসপাতাল করা হয়েছে৷ সেখানে শয্যা সংখ্যা একশত৷ ৭৯নং টিলাস্থিত ক্যান্সার হাসপাতালের পুরোনো বিল্ডিং কোভিড ডেডিকেটেড হাসপাতাল করার কোভিড আক্রান্তদের চিকিৎসা পরিষেবা পাওয়ার সুযোগ বাড়লো৷ ডা. দীপ দেববর্মা জানান, হাঁপানিয়াস্থিত কোভিড কেয়ার সেন্টারটি কোভিড হেলথ সেন্টার করা হয়েছে৷ সেখানে শয্যা সংখ্যা তিনশত করা আছে৷