তিপ্রা মথায় মিশে গেল আইএনপিট, সব উপজাতি ভিত্তিক দলকে এক ছাতার নীচে এনে বিধানসভা দখলের স্বপ্ন প্রদ্যুতের

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৬ মে।। রাজ্যের আঞ্চলিক উপজাতি দলগুলির পথ চলা আরো সুগম করতে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বাধীন তিপ্রা মথা দলে আনুষ্ঠানিক ভাবে মিশে গেল বর্ষিয়ান নেতা বিজয় রাঙ্খলের নেতৃত্বাধীন আইএনপিটি দল।

প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বাধীন তিপ্রা মথা দলের নেতৃত্বে ত্রিপুরা স্ব-শাসিতজেলা পরিষদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভের পর উপজাতি ভিত্তিক আঞ্চলিক দলগুলিকে আরো ঐক্যবদ্ধ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই তাতে সাফল্য আসতে শুরু করেছে।

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে জানান বর্ষিয়ান নেতা বিজয় কুমার রাঙ্খলের নেতৃত্বাধীন আইএনপিটি দল বিগত জেলা পরিষদ নির্বাচনে জোট বেঁধে নির্বাচনে লড়াই করলেও বর্তমানে তারা একই ছাতার তলে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তারা আইএনপিটি দলের অস্তিত্ব বিলীন করে সরাসরি প্রদ্যুৎ কিশোরের নেতৃত্বাধীন তিপ্রা মথা দলে শামিল হয়েছেন।

প্রদ্যুৎ কিশোর দেব বর্মন দাবি করেন রাজ্যে বর্তমানে উপজাতিদের বিভিন্ন রাজনৈতিক দলগুলি এক ছাতার নিচে চলে আসতে শুরু করেছে। তাতে করে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড গঠনের পথ আরো সহজ হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। আজকের দিনটিকে তিনি ঐতিহাসিক দিন বলে আখ্যায়িত করেন। এজন্য বর্ষীয়ান নেতাদের তিনি অভিনন্দন জানান।

বিগত ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের নির্বাচনে রাজ্যের শাসক শরিক দল আইপিএফটি একটি আসনেও জয়ী হতে পারেনি। তারা রীতিমতো অস্তিত্ব সংকটে পড়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে আইপিএফটি দলকে অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে হয়তো তিপ্রা মথা দলে মিশে যেতে হতে পারে। কেননা এছাড়া তাদের সামনে বিকল্প কোনো পথ খোলা থাকবে না।

সবকটি উপজাতি ভিত্তিক আঞ্চলিক দল একই ছাতার তলায় চলে আসলে আসন্ন বিধানসভা নির্বাচনে কুড়িটি উপজাতি সংরক্ষিত আসনে তাদেরই জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল। স্বাভাবিক কারণেই ২০২৩ বিধানসভা নির্বাচনে ক্ষমতার কেন্দ্রবিন্দু থাকবে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বাধীন তিপ্রা মথা দল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?