অনলাইন ডেস্ক, ৩০ এপ্রিল।। বড় জয়ে আগামী মাসে হতে যাওয়া ইউরোপা লিগের ফাইনালে এক দিয়ে রাখলো ম্যানচেস্টার ইউনাইটেড।
ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে শেষ চারের প্রথম লেগে গোলবন্যার ম্যাচে রোমাকে ৮-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে রেড ডেভিলরা। ইউনাইটেডের হয়ে জোড়া গোল করেছেন ব্রুনো ফার্নান্দেজ ও এডিনসন কাভানি।এই জুটিতেই বিধ্বস্ত হয়েছে রোমা।
ম্যাচের ৯ম মিনিটে কাভানির পাসে ইউনাইটেডকে এগিয়ে দেন ব্রুনো। সেই গোল রোমা শোধ করে পেনাল্টি থেকে। পল পগবার হ্যান্ডবলে পেনাল্টি পায় ইতালিয়ান ক্লাবটি।
১৫তম মিনিটে অধিনায়ক লরেঞ্জো পেল্লেগ্রিনির সফল স্পট-কিকের পর ৩৩তম মিনিটে এগিয়েও যায় রোমান গ্লাডিয়েটররা। পেল্লেগ্রিনির পাস থেকে ব্যবধানটা ২-১ করেন এডিন জেকো।
আর তাই যেন আগুনে ঘি ঢালার মতো ব্যাপার হয়ে দাঁড়ায় ওলে গানার সুলশারের শিষ্যদের জন্য। ৪৮তম মিনিটে ব্রুনোর পাস থেকে ইউনাইটেডকে সমতায় ফেরান কাভানি।
৬৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন উরুগুইয়ান ফরোয়ার্ড। ৭১তম মিনিটে পেনাল্টি থেকে দলের ব্যবধান বাড়ান ব্রুনো।
কোণঠাসা হয়ে পড়া রোমার জালে ব্রুনোর পাসে পঞ্চম গোলটি দেন পগবা। আর কাভানির পাসে ৮৬তম মিনিটে রোমান গ্লাডিয়েটরদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন গ্রিনউড।