প্রচুর পরিমাণ গাঁজা সহ তেলিয়ামুড়ায় পুলিশের জালে চালক ও সহচালক

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২৬ এপ্রিল।। প্রতিনিয়তই রাজ্যের থানা গুলিকে ঘুমে রেখে রাজ্য থেকে পাচার হচ্ছে নেশা সামগ্রী সহ অন্যান্য দুনম্বরী সামগ্রী।আবার ঐ সকল থানা গুলিকে ঘুমে রেখে বহি রাজ্য থেকে আসছে দেশের সামগ্রিক সহ অন্যান্য দুনম্বরী জিনিস সামগ্রী।তেলিয়ামুড়া ট্রাফিক ইউনিট পুলিশের রুটিন মাফিক চেকিং মধ্য দিয়ে অর্ধকোটি গাঁজা উদ্ধার উদ্ধার করল পুলিশ। চালক ও সহ চালককে আটক করে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেয়।

সংবাদে জানা যায় আগরতলা থেকে UP 06 CT 5064 নম্বরের গাড়ি তেলিয়ামুড়া দিকে আসছিল।তেলিয়ামুড়া ট্রাফিক দফতরের এস আই বিজয় চন্দ্র দাস প্রতিদিনের মত সকাল থেকে তেলিয়ামুড়া থানাধীন হাওয়াই বাড়ি এলাকায় দূর পাল্লার গুলিকে চেকিং করছিল।চেকিং করার সময় গাড়ির নম্বর এর সাথে গাড়ির কাগজপত্র নম্বরের গরমিল দেখা দেয়।পরে দেখতে পায় গাড়ির নম্বর প্লেটের উপরে উত্তর প্রদেশ সরকারের নাম্বারের পরিবর্তে হরিয়ানা সরকারের নম্বর রয়েছে।

সন্দেহ হয় এস আই বিজয় কুমার দাস এর।খবর দেওয়া হয় ট্রাফিক ডিএসপি বিক্রমজীত শুক্লা দাস সহ তেলিয়ামুড়া থানায়।ঘটনাস্থলে ট্রাফিক ডিএসপি বিক্রমজীত শুক্লা দাস তেলিয়ামুড়া থানার ওসিসহ পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।শুরু হয় গাড়িতে তল্লাশি।যদিও গাড়িটি পুরোপুরি খালি ছিল।গাড়ির মাঝ খানে গোপন কক্ষে থেকে উদ্ধার হয় প্রায় ৮০০ (আটশ) কেজির উপরে প্যাকেট বন্দি গাজা।

যার বাজার মূল্য আনুমানিক অর্ধকোটি টাকার উপরে হবে বলে।আটক করা হয় গাড়ির চালক ধীরেন্দ্র কুমার এবং বিনোদ যাদবকে।প্রত্যেকের বাড়ি বহিরাজ্যে উত্তরপ্রদেশে। এদিকে এ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া। এদিকে প্রতিনিয়তই বিভিন্ন স্থানের পুলিশদের ঘুমে রেখে রেখে নেশার সামগ্রীসহ দুনম্বরী জিনিস সামগ্রী রাজ্যে থেকে বহি রাজ্যে পাচার হচ্ছে।পুলিশের সাফল্যের ভাগটা অনেকটাই কম।তবে এখন দেখার বিষয় পুলিশ তার সক্রিয় দায়িত্ব পালন করতে কত সময় নেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?