স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৫ এপ্রিল।। চাপের মধ্যে দিয়ে রাজ্য সরকার এখন দশম এবং দ্বাদশ শ্রেণির প্রি- বোর্ড পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ছাত্র নেতা তথা এনএসইউআই রাজ্য সহ সভাপতি সম্রাট রায় এক বিবৃতিতে দাবি করেন, তাঁর নেতৃত্বে সংগঠন পরীক্ষাগুলি বন্ধ করার চেষ্টা করেছেন এবং রাজ্য সরকার ও তা স্থগিত করতে বাধ্য হয়েছেন।
তিনি বিবৃতিতে উল্লেখ করেন, তারপরেও এই বিষয়টি নয়, মূল বিষয়টি হল, যখন কেন্দ্রীয় সরকার সি.বি.এস.ই বোর্ডের সমস্ত চূড়ান্ত পরীক্ষা বন্ধ করে দেয় তাহলে নির্বোধ রাজ্য সরকার কেন এটি বাতিল করছে না।
এবং তাদের কেন ইন্টারনাল ভিত্তিতে স্কোর দেওয়ার অনুমতি দিচ্ছে না? তবে, এন.এস.ইউ.আই সহ-সভাপতি সম্রাট রায়, বোর্ডের সকল চূড়ান্ত পরীক্ষা বন্ধ করার দাবি জানিয়েছেন।
তিনি জানান, যদি এই দাবি না মানা হয় তাহলে তিনি ছাত্র জীবনের কল্যাণে উচ্চ আদালতে একটি মামলার পদক্ষেপ নিতে বাধ্য হবেন।