স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ এপ্রিল।। আগরতলা এম বি বি কলেজ এবং বি বি এম সি কলেজের সেমিস্টারের অফ লাইন পরীক্ষা বাতিল করে অনলাইনে নেওয়ার দাবিতে আগরতলা সিটি সেন্টারের সামনে প্রতিবাদ বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের।রাজ্যে করোনা সংক্রমণ দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে।
সংকটজনক এই পরিস্থিতিতে তৃতীয় থেকে নবম এবং একাদশ শ্রেণির পরীক্ষা আপাতত স্থগিত করেছে সরকার। কিন্তু কলেজ স্তরের পরীক্ষা স্থগিত করা হয়নি। কলেজের বিভিন্ন সেমিস্টার এর পরীক্ষার আগাম সুচি ইতিপূর্বে ঘোষণা করা হয়েছে। সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণ করার প্রস্তুতি নেয়া হয়েছে। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণ জনিত পরিস্থিতিতে পরীক্ষা দিতে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে ছাত্রছাত্রীরা।
উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে অনলাইন পরীক্ষার ব্যবস্থা করতে ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে।এম বি বি কলেজ এবং বি বি এম সি কলেজের ছাত্রছাত্রীরা শনিবার আগরতলা সিটি সেন্টারের সামনে এ বিষয়ে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করে।
এ বিষয়ে তারা উচ্চ শিক্ষা দপ্তর এবং রাজ্যের শিক্ষামন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে পরিস্থিতি বিবেচনা করে অনলাইন পরীক্ষার ব্যবস্থা করতে অনুরোধ জানিয়েছে। ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে বলা হয়েছে অফলাইন পরীক্ষা দিতে হলে ছাত্র-ছাত্রীদের করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে । অনেক ছাত্র-ছাত্রীর বাড়ি পরীক্ষা কেন্দ্র থেকে অনেক দূরে।
করোণা পরিস্থিতিতে বাড়ি থেকে এসে পরীক্ষা দেওয়া খুবই কষ্টকর। অনেকের পক্ষে প্রাইভেট গাড়ি রিজার্ভ করে এসে পরীক্ষা দেওয়া সম্ভব নয়। এসব বিষয় গুরুত্ব দিয়ে অবিলম্বে অনলাইন পরীক্ষার ব্যবস্থা করতে ছাত্রছাত্রীরা দাবি জানিয়েছে।