এরমধ্যে এক মৃৎ শিল্পী জানান, অন্যান্য বছরের তুলনায় এবছর তাদের ব্যবসা খুবই মন্দা, উপরন্ত গত বছরের লকডাউন এর ফলে বাজারের হাল তেমন ভালো না। এবছর করুনার দ্বিতীয় স্ট্রেনের প্রকোপ বৃদ্ধি পেতেই মৃৎ শিল্পীদের ব্যবসায় ভাটা পড়ে। তেমন আনুষঙ্গিক জিনিসপত্র এর দামও বৃদ্ধি পায়। অন্যদিকে এক মৃৎশিল্পী জানায়, বিগত দিনগুলিতে মাটির তৈরি রকমারি পুতুল সহ জিনিসপত্রের কদর ছিল বেশ ভালই, বর্তমানে ও কদর রয়েছে।
মৃৎশিল্পীরা নিজ হাতে মাটির তৈরি পুতুল সহ রকমারি সামগ্রী তৈরী করতে মাটি, বাঁশ, বন এগুলি উপরন্ত দাম দিয়ে ক্রয় করতে হচ্ছে তাঁদের। ফলে এসব সামগ্রী বিক্রি করে তাঁরা তেমনভাবে আয় উপার্জন করতে পারছেননা। যা আয় উপার্জন হচ্ছে তা দিয়েই কোনো রকম ভাবে সংসারের দিনাতিপাত করতে হচ্ছে নিত্যদিন তাদের এমনটাই জানালেন মৃৎশিল্পীরা।