প্রশাসনের ডেমেজ ঘোষিত স্কুলবাড়ি পরিদর্শন করলেন বিধায়ক বিপ্লব ঘোষ

স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২১ এপ্রিল।। দীর্ঘদিন ধরে উদয়পুর মহাকুমার অন্তর্গত ২নং ফুলকুমারী এলাকার পূর্ব রাধা কিশোরপুর বালিকা বিদ্যালয়টি ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে। বহুবার বিদ্যালয়ের ছাত্রীসহ অভিবাবকরা বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণ করার জন্য দাাবি জানিয়েছে। বিদ্যালয়েরর শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে শিক্ষা দপ্তরের আধিকারিকদের জানানো হলেও বিদ্যালয়টি নতুনভাবে নির্মাণ করার জন্য কোন উদ্যোগ নেওয়াা হয়নি।

এরই মধ্যে বুধবার এলাকার বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, গোমতী জেলার জিলা সভাধিপতি স্বপন অধিকারী ,মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজন কুমার সেন সহ এলাকার অভিভাবকরা বিদ্যালয় পরিদর্শনে যান। বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক বিপ্লব কুমার ঘোষ জানান ২০০৭ সালের বিল্ডিংকে ডেমিজ বলে ঘোষণা করেছেন ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মকর্তারা। তারপরও ডেমিজ বিদ্যালয়় ভবনে কি ভাবে বিদ্যালয়টি চলছে তা নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে নেবেন বলে জানান বিধায়ক।

তিনি জানান সারা রাজ্যে বহু এরকম বিদ্যালয় রয়েছে যার মধ্যে এটি একটি।যে কোন সময় বিদ্যালয়টি ভেঙ্গে পড়ার সম্ভাবনা রয়েছে বলে প্রতিনিধিদের অবহিত করেছেন অভিভাবকরা। প্রতিনিধিরা আরো জানান বিদ্যালয়ের প্রায় সব অংশ বিল্ডিংরের আসতর খসে পড়ছে। বিল্ডিংরের লোহার রড গুলি ঝংকার পড়ে রয়েছে।কোথাও কোথাও রড গুলি খুলে পরে রয়েছে। জন প্রতিনিধিরা অভিভাবকদের জানিয়েছেন তারা রাজ্য সরকারের সাথে এবং শিক্ষা দপ্তরের সাথে শীঘ্রই কথা বলে প্রয়োজনীর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাবেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?