শেষ সিদ্ধান্ত হিসাবে লকডাউনকে যেন বাছেন রাজ্যগুলো, জাতির উদ্দেশ্যে বললেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক, ২০ এপ্রিল।। বাড়িতে এমনভাবে থাকতে হবে যাতে প্রয়োজন ছাড়া বাইরে যেতে না হয়। করোনাবিধি পালন করার অনুরোধ করেন প্রধানমন্ত্রী লকডাউন থেকে দেশকে বাঁচাতে হবে। লকডাউনের কোনো প্রয়োজন নেই। শেষ সিদ্ধান্ত হিসাবে লকডাউনকে যেন বাছেন রাজ্যগুলো।

সবাইকে একসঙ্গে কাজ করার অনুরোধ করেন। যুবাদের নিজের পাড়ায় ছোট ছোট কমিউনিটি তৈরী করে করোনা সতর্কতার প্রচার করার অনুরোধ করেন। পরিযায়ী শ্রমিকরা ভয় পাবেন না। যেখানেই আছেন সেখানে থাকার অনুরোধ করেন। সেখানেই ভ্যাকসিন পাবেন।

উৎপাদনের অর্ধেক ভ্যাকসিন রাজ্য পাবে। ১ মে থেকে ১৮ বছরের বয়সের সবাই ভ্যাকসিন পাবে। বিশ্বের সবথেকে কম দামের ভ্যাকসিন ভারতে রয়েছে। ভারতে বিশ্বের সবথেকে বেশি টিকাকরণ হয়েছে।

অক্সিজেনের অপ্রতুলতার খবর আসতেই সমস্ত ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় সরকার। ওষুধের উৎপাদন ক্ষমতাও বাড়ানো হয়েছে।

করোনাযোদ্ধাদের কুর্নিশও জানান প্রধানমন্ত্রী কঠিন পরিস্থিতিতে ধৈয্য ধরে কাজ করতে হবে। তবেই আমরা জয়ী হব। করোনা বিরুদ্ধে লড়ছে দেশ। মহামারীতে যারা মারা গিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী।

দেশে উত্তরোত্তর বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।দেশের করোনা পরিস্থিতি নিয়ে রাত ৮.৪৫-এ দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।প্রধানমন্ত্রীর দফতর থেকে তা জানানো হয়।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?