স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ এপ্রিল।। আগামী ২৪ এপ্রিল ২০২১-এ গ্রুপ ডি-র মোট ২৫০০ শূন্য পদের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ রাজ্যে এই পরীক্ষার জন্য ২১৩টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত পরীক্ষা হবে। মোট পরীক্ষার্থী ৫৫ হাজার ৬৪৫ জন এবং আগামী ২৫ এপ্রিল, ২০১২১ গ্রুপ সি-র ২৪১০টি শূন্যপদের পরীক্ষায় ৪৩৬টি পরীক্ষা কেন্দ্রে মোট ১ লক্ষ ৪ হাজার ২০০ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসবে। শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এখবর জানান।
এরজন্য প্রথম পেপারের পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১২টা এবং দ্বিতীয় পেপারের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী শ্রীনাথ পরীক্ষার্থীদের উদ্দেশ্যে পরীক্ষা সম্পর্কিত নিয়মাবলী উল্লেখ করে বলেন, পরীক্ষার্থীগণ একমাত্র প্রভিশন্যাল এডমিট কার্ড নিয়ে বোর্ড কর্তৃক নির্দেশিত পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় বসতে পারবে৷
বোর্ড কর্তৃক বরাদ্দকৃত পরীক্ষা কেন্দ্র ব্যতীত অন্য কোনও পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় বসলে পরীক্ষার্থীর উত্তর পত্রের মূল্যায়ন হবে না। জে আর বি টি দ্বারা প্রদত্ত প্রভিশন্যাল এডমিট কার্ড এবং সচিত্র পরিচয়পত্র যেমন আধারকার্ড, ভোটার আই কার্ড, প্যান কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স এই চারটির মধ্যে যে কোনও একটি পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসতে হবে।
তিনি জানান, পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা শুরু হওয়ার দেড় ঘন্টা আগে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে। পরীক্ষা শুরু হওয়ার নির্দিষ্ট সময়ের পর পরীক্ষার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে না। পরীক্ষার্থীদের ২ কপি সম্প্রতি তোলা পাসপোর্ট / স্ট্যাম্প সাইজ ছবি পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসতে হবে।
ও এম আর উত্তরপত্রে লেখা বা মার্ক করার জন্য কালো বল পয়েন্ট কলমই ব্যবহার করতে হবে। পরীক্ষার্থীগণ পরীক্ষার সময় (দুই ঘন্টা) শেষ হওয়ার আগে পরীক্ষা হল ত্যাগ করতে পারবে না। তবে ইনভিজিলেটরের অনুমতি ক্রমে প্রাকৃতিক কর্মের জন্য পরীক্ষা শুরুর প্রথম এক ঘন্টা এবং শেষের দিকের আধ ঘন্টা ব্যতিরেকে হলের বাইরে যেতে পারবেন।
৪ সেটের প্রশ্ন পত্র থাকবে। ইংরেজি এবং বাংলায় উত্তর দেওয়া যাবে, তবে ইংরেজি বিষয়ে পরীক্ষা ইংরেজিতেই দিতে হবে।মোবাইল ফোন বা কোনও প্রকার ইলেকট্রিক যন্ত্রাদি নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ ছাত্র এবং ইনভিজিলেটর উভয়ের জন্যই নিষিদ্ধ। পরীক্ষায় কোনও নেগেটিভ মার্কিং নেই।
শিক্ষামন্ত্রী জানান, ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ত্রিপুরা সরকারের কোভিড-১৯ সম্পর্কিত সমস্ত নির্দেশাবলী পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে অনুসরণ করা হবে। প্রত্যেক পরীক্ষার্থীর মাস্ক পরা বাধ্যতামূলক। একে অপরের সঙ্গে ন্যূনত সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
তিনি জানান, পরীক্ষার্থীদের প্রদত্ত এডমিট কার্ডে ৬ ফিট পরীক্ষাজনিত নির্দেশাবলীর উল্লেখ রয়েছে। এছাড়াও জে আর বি টি এবং কর্মবিনিয়োগ পরিষেবা ও জনশক্তি পরিকল্পনা দপ্তরের ওয়েবসাইটে বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত উল্লেখ রয়েছে।
পরীক্ষা কেন্দ্রগুলিতে ইনভিজিলেটর, অ্যাসিস্টেন্ট সেন্টার সুপারভাইজার, সেন্টার সুপারভাইজার এবং অবজারভার থাকবেন।