কমলা হ্যারিসকে হত্যার হুমকি, নার্স গ্রেপ্তার

অনলাইন ডেস্ক, ১৭ এপ্রিল।। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে হত্যার হুমকি দিয়ে ভিডিও প্রকাশ করায় মিয়ামির এক নার্সকে গ্রেপ্তার করেছে সেখানকার পুলিশ।

যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসকে উদ্ধৃত করে সিএনএন শনিবার জানিয়েছে, নিভিয়ান পেটিট ফেলপস নামের ওই নার্স ২০০১ সাল থেকে জ্যাকসন হেলথ সিস্টেমে চাকরি করেন। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, ফেলপস তার কারাগারে থাকা স্বামীকে একটি ভিডিও পাঠান কিছুদিন আগে।

যুক্তরাষ্ট্রে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে বন্দীদের পরিবার এভাবে যোগাযোগ করতে পারে। ভিডিওটিতে তিনি জো বাইডেন এবং কমলা হ্যারিসের ওপর ক্ষোভ ঝেড়ে স্বামীর সঙ্গে কথা বলেন।

এরপর ফেব্রুয়ারি থেকে কমলা হ্যারিসকে সরাসরি আক্রমণ করতে থাকেন।

হুমকির ভিডিওতে তিনি বলেন, ‘কমলা হ্যারিস, তুমি মরতে যাচ্ছে। তোমার দিন ইতিমধ্যে গোনা হয়ে গেছে। আমাকে কেউ একজন ৫৩ হাজার ডলার দিয়েছে, তোমাকে শেষ করার জন্য। আমি এটা করতে যাচ্ছি, প্রস্তুত থাক। ’

তদন্তকারীরা বলছেন, একটি ছবিতে তারা ফেলপসের হাতে বন্দুকও দেখেছেন। এরপর দ্রুত গ্রেপ্তার করা হয়।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?