স্টাফ রিপোর্টার, মোহনপুর, ১৭ এপ্রিল।। সিধাই থানা এলাকার মোহনপুরের মহাদেব পাড়ায় প্রতিবেশী যুবকের আক্রমণে গুরুতর ভাবে আহত হয়েছে এক ব্যক্তি। প্রতিবেশী যুবকের মারে রক্তাক্ত ব্যক্তির নাম বিবেকানন্দ সরকার।
ঘটনা শুক্রবার রাতে মোহনপুরের মহাদেব পাড়াতে। আহত ব্যক্তি বর্তমানে মোহনপুর কমিউনিটি হেলথ সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
আহত ব্যাক্তি নিজেই জানায় প্রতিদিনকার মত কাজ সেরে শুক্রবার রাত্রি আনুমানিক আটটা নাগাদ বাড়ি ফেরার পথে পাড়ারই বিকাশ সরকার নামে এক যুবক তার পথ আটকে মারতে থাকে।ইট দিয়ে বিবেকানন্দ সরকারের মাথায় আঘাত করে।তাতে রক্তাক্ত অবস্থায় জ্ঞানহীন হয়ে রাস্তার পাশে পড়ে থাকলে স্থানীয় লোকজনরা তাকে নিয়ে আসে মোহনপুর কমিউনিটি হেলথ সেন্টারে।
ঘটনা খবর পেয়ে আসে সিধাই থানার পুলিশ। এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।