পানীয় জল মিলছে না নিয়মিত, প্রতিবাদে সড়ক অবরোধ বিলোনিয়ায়

স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ১৭ এপ্রিল।। গত দুই দিন ধরে পানীয় জল পাচ্ছে না দক্ষিণ জেলার বিলোনিয়ার নেতাজি সুভাষচন্দ্র নগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। প্রতিবাদে শনিবার সকাল থেকে পথ অবরোধ করেন এলাকাবাসী।পাম্প অপারেটর এর দায়িত্বজ্ঞানহীনতার কারণে পরিস্রুত পানীয় জল পাচ্ছেন না দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া নেতাজি সুভাষচন্দ্র গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা।

এই অভিযোগ তুলে পাম্প অপারেটরকে অপসারণের দাবি করেন এলাকাবাসী। বিলোনিয়ার নেতাজি সুভাষচন্দ্র নগর গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যরাও আন্দোলনের প্রতি সমর্থন জানান। নেতাজি সুভাষচন্দ্র নগর গ্রাম পঞ্চায়েতের সামনে বিলোনিয়া পশ্চিম পাহাড়ের রাস্তা অবরোধে বসেন শনিবার সকালে ।

এই অবরোধের কারণে দুই দিকের গাড়ি আটক হয়ে যায় । দুই থেকে আড়াই ঘণ্টা ধরে চলে অবরোধ । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা সহ পুলিশ । এছাড়া অবরোধ স্থলে ছুটে আসেন ডিডব্লিউএস দপ্তরের এসডিও অঞ্জন মজুমদার ও ভারত চন্দ্র নগর ব্লকের বিডিও ভবেশ চন্দ্র ভদ্র ।

দীর্ঘ কুড়ি বছর ধরে পাম্প অপারেটর হিসেবে নিযুক্ত আছে আশীষ মজুমদার । পাম্প অপারেটর অভিযোগ করেছে তাকে এখান থেকে সরিয়ে দেওয়ার লক্ষ্যে শাসক দলের একাংশ লোকজন এ ধরনের চক্রান্তে লিপ্ত হয়েছেন।সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের পাম্প অপারেটর জানান, আমি আমার কর্ম স্থলে নিয়মিত আসি , জল সরবরাহ করি । মাঝে মাঝে বিদ্যুৎ না থাকার কারণে জল দিতে পারি না ।

আজকে সকালে বিদ্যুৎ না থাকার কারণে জল দিতে পারি নি । এছাড়া বিজেপি আসার পর এই পাম্প অপারেটর থেকে সরানোর জন্য কয়েক বার আমার উপর আক্রমন হয় । অভিযোগ এলাকার বিজেপির কিছু কর্মীদের বিরুদ্ধে । এই কাজ ছেড়ে দিলে সংসার চলবে না আমার । এই কাজের টাকা দিয়ে কোন মতে পরিবার নিয়ে বেঁচে আছি ।

অবরোধের খবর ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা সহ বিশাল পুলিশবাহিনী। পাশাপাশি ছুটে আসেন ডিডব্লিউএস দপ্তরের এসডিও অঞ্জন মজুমদার, ভারতচন্দ্র নগর ব্লকের বিডিও ভবেশ চন্দ্র ভদ্র। অবরোধকারীদের সাথে কথা বলেন প্রশাসনের কর্মকর্তারা । অবরোধকারীরা জানায় পাম্প অপারেটর নিয়মিত আসে না বলে জল পাওয়া যায় না ।

এলাকাবাসীর অভিযোগ পাম্প অপারেটর পরিবর্তন করে নতুন করে পাম্প অপারেটর নিযুক্ত করা হোক। কারণ পাম্প অপারেটর আশীষ মজুমদার ইচ্ছাকৃতভাবে জল সরবরাহে ব্যাঘাত ঘটাচ্ছে । এই অবরোধের জেরে রাস্তার দু’ধারে আটকা পড়ে বহু যানবাহন।

এতে বিপাকে পড়তে হয়েছে সাধারণ যাত্রীদের। এলাকাবাসীর সাথে অবরোধে শামিল হয়েছেন নেতাজি সুভাষ নগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উৎপল মজুমদার নিজেও। এখন দেখার বিষয় এ ব্যাপারে প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?