এর আগে জানুয়ারিতে বাইডেন প্রশাসন বলেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে তালেবানের সঙ্গে স্বাক্ষরিত শান্তিচুক্তি পুনর্বিবেচনা করা হবে। ওই চুক্তি অনুযায়ী তালেবানের দেওয়া নিরাপত্তা নিশ্চয়তার বিনিময়ে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর বাকি ১০ হাজার সেনার ১ মে’র মধ্যে আফগানিস্তান ছাড়ার কথা। হোয়াইট হাউস এখন বলছে, সহিংসতা কমানো এবং সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্কচ্ছেদসহ আফগান সশস্ত্র গোষ্ঠীগুলো তাদের প্রতিশ্রুতি রাখছে কিনা তা নিশ্চিত হতে চায় তারা। তবে এখনো দেশটিতে সহিংসতা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। সম্প্রতি গুপ্তহত্যার শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে সাংবাদিক, অ্যাক্টিভিস্ট, রাজনীতিক এবং নারী বিচারকও রয়েছেন।