অনুর্ধ ১৭ রাজ্যভিত্তিক খোখো প্রতিযোগিতার উদ্বোধন

স্টাফ রিপোর্টার, কমলপুর, ১ মার্চ।। ক্রীড়াক্ষেত্রে উন্নতির জন্য প্রয়োজন নির্দিষ্ট লক্ষ্য স্থির করা৷ নির্দিষ্ট লক্ষ্যকে পাথেয় করেই কেন্দ্রীয় ও রাজ্য সরকারের গৃহীত ক্রীড়া নীতি ও প্রকল্পের সুুফল বাস্তবায়ণের মাধ্যমে রাজ্যের ছেলেমেয়েরা জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গণে সুুনাম অর্জন করতে পারবে৷

আজ কমলপুর টাউনহল প্রাঙ্গণে ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড পরিচালিত খেলো ত্রিপুরার অন্তর্গত অনুর্ধ ১৭ রাজ্যভিত্তিক খোখো প্রতিযোগিতার উদ্বোধন করে সাংসদ রেবতী ত্রিপুরা একথা বলেন৷ কমলপুর দ্বাদশশ্রেণী বিদ্যালয়ের মাঠে ৩ দিনব্যাপী এই প্রতিযোগিতা ৩ মার্চ পর্যন্ত চলবে৷ প্রতিযোগিতার উদ্বোধন করে সাংসদ শ্রীত্রিপুরা বলেন, খেলাধূলার মাধ্যমে ক্যারিয়ার তৈরী করা সম্ভব৷

তিনি পড়াশুনার পাশাপাশি খেলাধুলাকেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান৷ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাচৌমুহনীর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সম্পা দাস, ধলাই জিলা পরিষদের সহকারী সভাধিপতি অনাদি সরকার, কমলপুর নগর পঞ্চায়েতের প্রাক্তন চেয়ারপার্সন প্রশান্ত সিনহা, প্রাক্তন কাউন্সিলার সুুবত মজমদার৷ সভাপতিত্ব করেন কমলপুর দ্বাদশশ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবজিৎ রায়৷ রাজ্যভিত্তিক এই প্রতিযোগিতায় ৮টি জেলা থেকে ২০৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?