অনলাইন ডেস্ক, ২১ ফেব্রুয়ারী।।ভারতের কাছ থেকে ভিসার লিখিত নিশ্চয়তা না পেলে আসরটি অন্য কোনো দেশে আয়োজনের জন্য আইসিসির কাছে আবেদন করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড।পিসিবি জানিয়েছে, আগামী মার্চের ভেতরই তারা ভিসার নিশ্চয়তা চান।
পিসিবি চেয়ারম্যান এহসান মানি বলেছেন, ‘ক্রিকেটে তিন মোড়ল (ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড) বলে একটা কথা আছে। এটা এবার বদলানো দরকার।’
শুধু ক্রিকেটারদের জন্যই নয়, অন্য আরো অনেকের জন্য ভিসা চান এহসান মানি। তিনি বলেন, ‘আমরা শুধু পাকিস্তান ক্রিকেট দলের জন্য ভিসা চাইছি, তা নয়। আমরা চাই আমাদের সমর্থক, ক্রিকেট কর্মকর্তা, সাংবাদিক- সবার জন্য ভিসা দেওয়া হোক। ’
‘আমরা আইসিসিকে এরই মধ্যে জানিয়েছি, মার্চের মধ্যে ভারতকে ভিসা দেওয়ার ব্যাপারে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে। তা না হলে আমরা সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নিয়ে যাওয়ার জন্য চাপ দেব। ’
শুধু ভিসা নয়, পাকিস্তান থেকে যারা যাবেন, তাদের জন্য কী নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে, সেটাও ভারতীয় বোর্ডের থেকে লিখিত জানতে চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।