স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ ফেব্রুয়ারী।।বাগদেবী সরস্বতী পুজো উপলক্ষ্যে রাজ্যের সমস্ত শিক্ষার্থী ও রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
মঙ্গলবার ত্রিপুরা বিশ্ব বিদ্যালয়ের বোটানী বিভাগ আয়োজিত সরস্বতী পুজোয় অংশ নিয়ে একথা বলেন তিনি। একটি বছরের অপেক্ষায় থাকে ছাত্র ছাত্রীরা। এই দিনে স্কুলে গিয়ে পুজোয় সামিল হওয়ার জন্য অধির আগ্রহে থাকে পড়ুয়ারা। এই দিনটি বিশ্ববিদ্যালয়ের জন্য বিশেষ দিন।
এদিন ১৫০ আসন বিশিষ্ট বয়েজ হোস্টেলের সিলান্যাস করা হয়েছে। সেই কারনে বিশ্ব বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের পুজোয় অংশ নিয়ে আশীর্বাদ নেওয়ার সুযোগ পেয়েছেন। অঙ্গনওয়ারী থেকে বিশ্ব বিদ্যালয় পর্যন্ত ছাত্র ছাত্রীরা আজ বিদ্যা বুদ্ধির জন্য প্রার্থনা করবে।
এই ছাত্র ছাত্রীদের মাধ্যমেই বৈভবশালী ত্রিপুরা গড়ে উঠবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। এদিন সকলের সঙ্গে পুজোয় সামিল হয়ে প্রসাদ গ্রহণ করেন তিনি।