ভয়ঙ্কর দুর্ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে ড্রপগেইট

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ ফেব্রুয়ারী।।ভয়ঙ্কর দুর্ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে শহর দক্ষিণাঞ্চলে৷ রবিবার রাত পৌনে এগারোটা নাগাদ ড্রপগেইট এলাকায় অ্যাম্বুলেন্সের সাথে বিলাশবহুল গাড়ির সংঘর্ষের ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন৷

অ্যাম্বুলেন্সে থাকা অক্সিজেন মাস্ক লাগানো রোগী সহ আরো একজন গুরুতর আহত হয়েছেন এদিনের দুর্ঘটনায়৷ প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে জানা গেছে, আগরতলা থেকে শহর দক্ষিণের দিকে যাচ্ছিলো বিলাসবহুল গাড়িটি৷ টিআর০১বিএল-০৫৯৬ নম্বরের বিলাসবহুল গাড়িটির সাথে টিএমসি হাসপাতাল থেকে আসা অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ ঘটে৷

তাতে অ্যাম্বুলেন্সে থাকা রোগী এবং একজন পরিজন মারাত্মকভাবে জখম হন৷ অন্যদিকে বিলাসবহুল গাড়ির চালকও মারাত্মকভাবে জখম হয়েছে৷ বিকট শব্দে নিকটে থাকা লোকজন এবং পুলিশ-টিএসআর এগিয়ে এসে গুরুতর আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে৷

সংবাদ লেখা পর্যন্ত আহতদের নাম ঠিকানা কিছুই জানা যায়নি৷ পুলিশের তরফে জানানো হয়েছে এই ঘটনায় গুরুতর আহতদের প্রথমে টিএমসি হাসপাতালে পাঠানো হয়৷ সেখান থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে৷ সংবাদ লেখা পর্যন্ত আহতদের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে৷

খুব ঘটা করে পালন করা হচ্ছে সড়ক সুরক্ষা সপ্তাহ৷ বাস্তবিক ক্ষেত্রে সড়ক সুরক্ষা সপ্তাহ পালন করা হলেও এই সময়ের মধ্যে যান দুর্ঘটনা নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে পারছে না ট্রাফিক দফতর৷ যতটুকু খবর, এই সময়ের মধ্যে গোটা রাজ্যেই ট্রাফিক ও পুলিশকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে যান দুর্ঘটনা নিয়ন্ত্রণের জন্য৷

কিন্তু কোনো ভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না৷ তা ছাড়া  প্রতিদিন নেশাগ্রস্ত অবস্থায় যান চালানোর ঘটনাও উদ্বেগজনক হারে বেড়ে গেছে৷ বিশেষ করে ব্যস্ততম এলাকায় নিয়ন্ত্রণহীন যানবাহনের জন্য প্রায়শই দুর্ঘটনা ঘটেই চলছে৷

যদিও এই সময়ের মধ্যে নেশাগ্রস্ত অবস্থায় যানবাহন চালানো কিংবা তাদের নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে পুলিশি ভূমিকা  অনেক ক্ষেত্রেই সন্দেহজনক৷ এদিন বিলাসবহুল গাড়িটি দ্রুত গতিতে উড়ালপুল থেকে নেমে একটি দ্বিচক্র যানকে ধাক্কা দিয়েছে বলে জানা গেছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?