ডেপুটেশনের পূর্বে মেলার মাঠ থেকে একটি মিছিল সংঘটিত হবে। মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে আগরতলা পুর নিগমের কমিশনারের কাছে দাবি সনদ তুলে দেওয়া হবে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটির নেত্রী রমা দাস। সর্ব ভারতীয় কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ৮ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে।
তিনি বলেন কোভিড পরিস্থিতিতে দেশে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এ মুহূর্তে জনস্বার্থে প্রধান দাবি কাজ এবং খাদ্যের। তাই দাবিটি সরকারের কাছে তুলে ধরা হবে। এবং রাজ্যে নারী সংক্রান্ত অপরাধ জনিত ঘটনা বেড়ে চলেছে। এ ধরনের ঘটনা প্রশাসনকে কঠোরভাবে মোকাবিলা করতে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটি মহিলাদের পাশে দাঁড়াচ্ছে। আগামী দিনে পাশে দাঁড়িয়ে কাজ করবে বলে জানান তিনি। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটির সদস্যা কৃষ্ণা রক্ষিত।