তিনি বলেন, সরকার সবকা সাথ সবকা বিকাশ এই নীতিতে বিশ্বাস করে কাজ করে চলেছে৷ রাজ্যের জনজাতি অধ্যুষিত এলাকাসমূহ দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল৷ রাজ্যের বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর এই এলাকাগুলির জন্যে নানাবিধ উন্নয়ন কর্মসূচি হাতে নেওয়া হয়৷ এরই অঙ্গ হিসেবে আজ এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ২৪ ঘন্টা পরিষেবা চালু করা হল৷
এলাকার মানুষ এর ফলে দারুণভাবে উপকৃত হবেন বলে আশা প্রকাশ করে তিনি বলেন এখানে জরুরীকালীন পরিষেবা ২৪ ঘন্টা দেওয়া হবে৷ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ১০ শয্যা বিশিষ্ট এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আয়ুষ পরিষেবা রয়েছে৷ এই স্বাস্থ্যকেন্দ্রের জন্য আগেই বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে অ্যাম্বলেন্স দেওয়া হয়েছে৷
এখন এই স্বাস্থ্যকেন্দ্রে দাঁত, নাক, কান, গলা ইত্যাদির চিকিৎসার সুুযোগ থাকবে৷ চোখের চিকিৎসা করার ব্যবস্থাও নেওয়া হবে৷ শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর স্বাস্থ্য ক্ষেত্রে প্রভূত উন্নতি হয়েছে৷ শিশুমৃত্য, প্রসূতি মায়ের মৃত্যুর হার এই সময়ে অনেকটাই হাস পেয়েছে৷ তিনি এই স্বাস্থ্যকেন্দ্রটি রক্ষণাবেক্ষণের জন্য স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি এলাকার মানুষকেও দায়িত্ব নিতে অনুরোধ করেন৷
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরের অধিকর্তা ডা. রাধা দেববর্মা, লেফুঙ্গা বিএসি’র চেয়ারম্যান রণবীর দেববর্মা৷ স্বাগত বক্তব্য রাখেন পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. দেবাশিষ দাস৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর বোধজংনগর ভিলেজ কমিটির চেয়ারম্যান তপন দেববর্মা৷