ভোক্তা সাধারণের কাছে পরিষেবা সময় মত পৌঁছে  দেওয়ার লক্ষ্যে খাদ্য দপ্তর সচেষ্ট : খাদ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, কাঞ্চনপুর, ১০ ফেব্রুয়ারী।। আজ কাঞ্চনপুরে লিগ্যাল মেট্রোলজি পরিদর্শক কার্যালয়ের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব৷ কার্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করে খাদ্যমন্ত্রী শ্রীদেব বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের তথ্য তুলে ধরেন৷ তিনি বলেন, রাজ্যের বর্তমান সরকার মানুষের কল্যাণে একের পর এক উদ্যোগ নিচ্ছে৷

ভোক্তা সাধারণের কাছে পরিষেবা সময় মত পৌঁছে দেওয়ার লক্ষ্যে খাদ্য দপ্তর সচেষ্ট৷ অনুষ্ঠানে বিধায়ক প্রেম কুমার রিয়াং বলেন, সরকার রেশন সপের মাধ্যমে জনসাধারণের কাছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছে৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খাদ্য দপ্তরের অতিরিক্ত সচিব তপন কুমার দাস৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দশদা বিএসি’র চেয়ারম্যান জীরেন্দ্র রিয়াং, উত্তর জেলার ভারপ্রাপ্ত জেলাশাসক নগেন্দ্র দেববর্মা, বিশিষ্ট সমাজসেবী গৌতম চন্দ্র রায় প্রমুখ৷

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঞ্চনপুরের মহকুমা শাসক হেমেন্দ্র দেববর্মা৷ উল্লেখ্য, এই লিগ্যাল মেট্রোলজি পরিদর্শক কার্যালয় নির্মাণে ব্যয় হয়েছে ৩৫ লক্ষ ৭৮ হাজার টাকা৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?