স্টাফ রিপোর্টার, আমবাসা, ১০ ফেব্রুয়ারী।। বুধবার বিএসএফ এর তৃতীয় ব্যাটেলিয়ান এর উদ্যোগে মরাছড়া বিওপিতে সিভিক প্রোগ্রামের মাধ্যমে সীমান্ত এলাকার ৯টি বিদ্যালয়ে জলের ট্যাঙ্ক, শিক্ষা সামগ্রী, খেলার সরঞ্জাম সহ প্রায় ৩ লক্ষ টাকার বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে ফিতা কেটে উদবোধন করেন বিএসএফ এর ডি আই জি রাজীব কুমার দোয়া। সীমান্ত এলাকার মানুষদের বিভিন্নভাবে সাহায্য করার জন্যই এই সিভিক প্রোগ্রাম।
এক সাক্ষাত্কারে রাজীব কুমার দোয়া বলেন সীমান্ত এলাকার মানুষদের বিভিন্নভাবে সাহায্য করার জন্যই এই সিভিক প্রোগ্রাম হয়ে থাকে যা আগামী দিনেও হবে। ডি আই জি ছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফ এর তৃতীয় ব্যাটেলিয়ান কমান্ডেন্ট জি আর সিং, তৃতীয় ব্যাটেলিয়ান কোম্পানি কমান্ডেন্ট অশোক কুমার, সহ আরও অনেকেই।