স্টাফ রিপোর্টার, আমবাসা, ৬ ফেব্রুয়ারী।। দিব্যাঙ্গজনদের স্বাবলম্বী করতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সরকারি বিভিন্ন স্কিম এর মাধ্যমে দিব্যাঙ্গ জনদের স্বাবলম্বী করে তোলা হবে। তারই অঙ্গ হিসেবে শনিবার কুলাই স্থিত DDRC ধলাই জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয় দশ দিনব্যাপী দিব্যাঙ্গ জন দের নিয়ে মাশরুম চাষের উপর প্রশিক্ষণ শিবির।
এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুচিত্রা দেববর্মা। উপস্থিত ছিলেন ধলাই জেলার অতিরিক্ত জেলা শাসক অজিত শুক্লা দাস, DDRC ধলাই জেলার অধিকর্তা সঞ্জয় বিশ্বাস, চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য গোপাল সূত্রধর, সহ অন্যান্যরা।