অনলাইন ডেস্ক, ১৮ জানুয়ারি।। আর দু’দিন পরেই আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইমপিচ পর্ব শেষ হয়েছে। ইতিমধ্যেই শপথগ্রহণ উপলক্ষে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ক্যাপিটাল হিল গ্রাউন্ড। এখানেই ২০ জানুয়ারি শপথ নেবেন বাইডেন। পরবর্তী চার বছর হোয়াইট হাউসের বাসিন্দা হচ্ছেন বাইডেন।
আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে বাইডেন পাবেন মোটা অঙ্কের বেতন। এছাড়াও পাবেন গাড়ি-বাড়ি, সর্বক্ষণের নিরাপত্তাকর্মী, বিনোদন ভাতা, ডাক্তার, স্বাস্থ্য উপদেষ্টা-সহ কত কিছু। সব মিলিয়ে সে এক বিপুল আয়োজন! মার্কিন প্রেসিডেন্টের বেতন কত, এটা আমাদের অনেকের কাছে অজানা। মার্কিন আইন অনুযায়ী প্রেসিডেন্ট পদে থাকার সময় একটি নির্দিষ্ট অঙ্কের বেতন দেওয়া হয়। একজন প্রেসিডেন্ট বছরে ৪ লাখ মার্কিন ডলার বেতন পান। তবে এখানেই শেষ নয়।
অন্যান্য খরচের জন্য প্রেসিডেন্ট বছরে আরও ৫০ হাজার ডলার পান। এছাড়াও ঘুরে বেড়ানো, বিনোদনের জন্যও খরচ দেওয়া হয়। বিভিন্ন জায়গায় ঘোরার জন্য বছরে এক লাখ এবং বিনোদন ভাতা বছরে প্রায় ১৯ হাজার ডলার। প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের আয়তন ৫৫ হাজার বর্গফুট। আছে ১৩ টিরও বেশি ঘর। অসংখ্য ফায়ারপ্লেস, জগিং ট্রাক, সিনেমা হল, সুইমিং পুল, কনফারেন্স রুম ইত্যাদি।
নতুন প্রেসিডেন্ট চাইলে সরকারি খরচে তাঁর বাসভবনকে আরও সাজিয়ে-গুছিয়ে তুলতে পারেন। এজন্য ১ লাখ ডলারের একটি তহবিল ব্যবহার করতে পারেন প্রেসিডেন্ট। এর আগে বারাক ওবামা হোয়াইট হাউস সাজাতে সরকারি তহবিল থেকে কোনও অর্থ নেননি। তিনি নিজের অ্যাকাউন্ট থেকেই ১৫ লাখ ডলার খরচ করে হোয়াইট হাউসকে সাজিয়েছিলেন।
অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস সাজাতে খরচ করেছেন ১৭ লাখ ডলার। তবে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প বছরে মাত্র ১ ডলার বেতন নিয়েছেন। তাঁর পূর্বসূরী জনএফ কেনেডি ও হারবাট হুবারও কোনও বেতন নিতেন না।