এবার মাদক মামলায় অভিনেত্রী দিয়ার মির্জার প্রাক্তন ম্যানেজার রাহিলা ফার্নিচারওয়ালাকে গ্রেফতার করল এনসিবি। গ্রেফতার করা হয়েছে রাহিলার বোন শায়িস্তাকেও। জানা যাচ্ছে, তাঁদের কাছ থেকে গাঁজা উদ্ধার করেছে এনসিবি।
এর আগে মাদক মামলায় সুশান্ত সিং রাজপুতের পরিচালক বন্ধু ঋষিকেশ পাওয়ারকে সমন পাঠিয়েছিল এনসিবি। তবে এই মুহূর্তে তিনি নিখোঁজ। আপাতত তাঁর খোঁজ করছে এনসিবি।
উল্লেখ্য, অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা ধরে উঠে আসে বলিউডে মাদক যোগের প্রসঙ্গ। ওই মামলায় তদন্ত চালিয়ে যাচ্ছে এনসিবি। শনিবার মুম্বইয়ের বান্দ্রা এলাকায় তল্লাশি চালায় এনসিবি। দুই ভারতীয় ও দুই ব্রিটিশ নাগরিককে গ্রেফতার করে তারা। তল্লাশি চালিয়ে যশবন্ত হাইটস নামে একটি বিল্ডিংয়ে বেশকিছু বাক্স বাজেয়াপ্ত করা হয়।
যে বাক্সগুলি থেকে মোট ২০০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। ধৃত দুই ভারতীয় মধ্যে একজন রাহিলা ফার্নিচারওয়ালা এবং অপরজন তাঁর বোন শায়িস্তা ফার্নিচারওয়াল।