নিষিদ্ধ খুচরো সিগারেট বিক্রি, আপত্তি জানিয়ে নয়া আইন সংশোধনের দাবি ব্যবসায়ীদের

অনলাইন ডেস্ক, ৮ জানুয়ারি।। সিঙ্গেল বা খোলা বাক্সে সিগারেট বিক্রি করা যাবে না। সম্প্রতি সিগারেট বিক্রিতে এই নয়া আইন জারি করতে চলেছে মোদী সরকার। সেই অনুযায়ীই তৈরি হয়েছে খসড়া। যেখানে উল্লেখ আছে, সিঙ্গেল বা খোলা বাক্স নয়, গোটা প্যাকেটই কিনতে হবে এবার থেকে। আইন না মানলে কঠোর শাস্তি। এবার এই আইনকেই বদলাতে আর্জি জানিয়েছে ফেডারেশন অফ রিটেলার অ্যাসোশিয়েশন অফ ইন্ডিয়া (FRAI)।

নতুন আইনে বলা হয়েছে ১৮ বছর হয়ে গেলেও আর ধূমপান করা যাবে না। নতুন নিয়ম অনুযায়ী ২১ বছরের আগে ধূমপান করা যাবে না। সিগারেট-সহ যে কোনও তামাকজাত সামগ্রী কেনার ন্যূনতম বয়স বাড়াতে চাইছে কেন্দ্র। সিগারেটস অ্যান্ড আদার টোব্যাকো প্রোডাক্টস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ২০২০ নামক আইনের খসড়া তৈরি হচ্ছে।

ওই খসড়ায় উল্লেখ করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটার দূরত্বের মধ্যে তামাকজাত নেশাদ্রব্যের দোকান রাখা যাবে না। খুচরো সিগারেট বিক্রি করলে দু’বছরের জেল অথবা ১ লক্ষ টাকা জরিমানা করা হবে বিক্রেতার। ২১ বছরের কম বয়সীদের কাছে বিক্রি করা যাবে না সিগারেট বা তামাকজাত দ্রব্য। বিক্রেতা তৃতীয়বার একই ভুল করলে ৫ বছরের জেল সহ ৫ লক্ষ টাকা জরিমানা করা হবে।

মূলত, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সিগারেট এবং অন্যান্য তামাকজাত পণ্যের নতুন আইনকে সংশোধন করা ও পুনর্বিবেচনার জন্য দাবি জানানো হয়েছে। এতে ক্ষুদ্র খুচরো বিক্রেতাদের জীবিকায় আঘাত পড়বে বলে মনে করছে তারা। ফ্রাই (FRAI) জানিয়েছে, ভারতজুড়ে প্রায় ৪ কোটি ছোট খুচরো ব্যবসায়ী জানিয়েছে, কোভিডের জন্য ব্যবসা প্রায় বসতে চলেছে। ক্ষতির পরিমাণ এতোটাই বেশি যে তা পূর্ণ করতে বহু বছর কেটে যাবে। এর ওপর নতুন আইন আনলে আরও বিপদ। তাই সিগারেট বিক্রিতে নতুন আইনের সংশোধন করার আর্জি জানিয়েছেন ব্যবসায়ীদের একাংশ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?