স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ জানুয়ারি।। অদ্বৈত মল্ল বর্মণের ১০৭ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার রাজধানীর মুক্তধারা মিলনায়তনে এক আলোচনা চক্রের আয়োজন করা হয়। তপসিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে এই আলোচনা চক্রের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জলন করে আলোচনা চক্রের সুচনা করেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস। উপস্থিত ছিলেন বিধায়ক রনজিৎ দাস, বিশিষ্ট সমাজসেবি অলক ভট্টাচার্য সহ অন্যান্যরা।
আলোচনা চক্রের শুরুতে উপস্থিত সকলে অদ্বৈত মল্ল বর্মণের পতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা জানান। পরে অনুষ্ঠিত হয় আলচনাচক্র। বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস জানান প্রতি বছরই অদ্বৈত মল্ল বর্মণের জন্মদিনটিকে পালন করা হয়। সাহিত্যের প্রতিটি শাখায় প্রশাখায় অদ্বৈত মল্ল বর্মণের বিচরণ ছিল। জেলে পরিবার থেকে তিনি উঠে এসেছিলেন। তাই অদ্বৈত মল্ল বর্মণের জন্মদিনটিকে মাইলস্টোন করে রাখার চেষ্টা করা হচ্ছে।