অনলাইন ডেস্ক, ৩১ ডিসেম্বর।। আর কয়েকদিন পরই তাঁদের জীবনে আসছে নতুন অতিথি। নতুন সন্তানের আগমনের আগে এবার ফটোশ্যুট করলেন অনুষ্কা শর্মা। ভগ ম্যাগাজিনের ফটোশ্যুটে দেখা গেল অন্তঃসত্ত্বা অনুষ্কা শর্মাকে। ভগের কভারে অনুষ্কার ফটোশ্যুট প্রকাশ্যে আসতে তা হু হু করে ভাইরাল হয়ে যায়। অনুষ্কার এই ছবি দেখে তাঁর প্রশংসা করেন বিরাট কোহলিও। ২০২১-এর জানুয়ারিতেই বিরাট-অনুষ্কার জীবনে নতুন অতিথি আসতে চলেছে। আগেই সেই ইঙ্গিত দিয়েছেন বিরাট। সেই অনুযায়ী বিরাট নিজের পিতৃত্বকালীন ছুটিও রেখেছেন সাজিয়ে।
মা হওয়ার পর অনুষ্কা ফের অভিনয়ে ফিরবেন কি না, তা নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। যার উত্তর দিতে গিয়ে অনুষ্কা জানান, “সন্তানের জন্মের পর নিজের সংসার বেশ কিছুটা সাজিয়ে গুছিয়ে নিয়ে তবেই তিনি অভিনয়ে ফিরবেন।“ পাশাপাশি বিরাট-অনুষ্কা তাঁদের বিবাহ বার্ষিকীতে জানান, খুব শিগগিরই তাঁরা ২ থেকে ৩ হবেন। সেই দিনের জন্য তাঁরা অপেক্ষা করে রয়েছেন বলেও জানান অনুষ্কা শর্মা। ভগ ইন্ডিয়ার ফটোশ্যুটের পর অনুষ্কা আর কোনও ফটোশ্যুট করবেন কি না, সে বিষয়ে জানাননি কিছু অভিনেত্রী। তবে চুপিসারেই নিজের সব কাজের মতো ফটোশ্যুটও সেরে ফেলেন অনুষ্কা।