অনলাইন ডেস্ক, ৩০ ডিসেম্বর।। একদিকে বর্ষশেষের এবং নতুন বছর শুরুর আনন্দ, অন্যদিকে দেশে ক্রমে আতঙ্ক ছড়াচ্ছে করোনার নয়া প্রজাতি (স্ট্রেন)কে নিয়ে। ভারতে ইতিমধ্যেই ২০ জনের দেহে মিলেছে করোনার নয়া স্ট্রেনের সন্ধান। এর মধ্যে কলকাতার এক বাসিন্দাও আছেন। পরিস্থিতি যাতে আরও গুরুতর না হয়ে ওঠে সে কারণে ব্রিটেনের সঙ্গে ভারতের বিমান চলাচল বন্ধের মেয়াদ বাড়িয়ে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত করেছে কেন্দ্র। কিন্তু করোনা নিয়ে মাথাব্যাথা কমছে না কেন্দ্রের। এই নিয়ে বুধবার নয়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
জানা গিয়েছে দেশের সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। রাজ্যের স্বাস্থ্যসচিবদের লেখা এই চিঠিতে কেন্দ্র বলেছে, সংক্রমণ যাতে আর না ছড়ায় সেকারণে প্রয়োজনে ৩০ ডিসেম্বর, ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি কড়াকড়ি করতে পারে রাজ্যগুলি। জারি করতে পারে নাইট কারফিউ’ও। কিন্তু এবিষয়ে রাজ্য সরকারগুলিকেই সিদ্ধান্ত নিতে হবে নিজের নিজের রাজ্যের পরিস্থিতি বিবেচনা করে। বর্ষশেষ ও নববর্ষ বরণের অনুষ্ঠানে মেতে উঠবে গোটা দেশ। সেসময় আনন্দ যাপণের কারণে যাতে করোনা সংক্রমণ বেলাগাম না হয়ে উঠতে পারে সে কারণেই এই পরামর্শ রাজ্যগুলিকে দিয়েছে কেন্দ্র।
অন্যদিকে, সূত্রের খবর বুধবারই কেন্দ্র অনুমোদন দিতে পারে সেরাম ইনস্টিটিউটের করোনা টিকা ‘কোভিশিল্ড’কে। ব্রিটেনের অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় তৈরি হচ্ছে এই টিকা। এদিনই ব্রিটেনে ছাড়পত্র পেয়েছে এই টিকা। আশা করা হচ্ছে ভারতেও এবার এই টিকার অনুমোদন সময়ের অপেক্ষা। এই টিকার প্রতি ডোজের দাম ২৫০ টাকা হতে পারে। এই টিকা করোনার বিরুদ্ধে ৯০ শতাংশ কার্যকরী বলে খবর। সেরামের তরফ থেকে কেন্দ্রের কাছে আবেদন জানানো হয়েছে জরুরী ভিত্তিতে এই টিকার অনুমোদন দেওয়ার জন্য। বিষয়টি নিয়ে এদিনই বৈঠকে বসছে কেন্দ্রের সংশ্লিষ্ট কমিটি।