স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ ডিসেম্বর।। রাজধানী আগরতলা শহর সংলগ্ন জয়নগর এলাকা থেকে এক নেশা কারবারিকে আটক করেছে আগরতলা পশ্চিম থানার পুলিশ। আটক নেশা কারবারীর নাম সেলিম মিয়া।
জানা গেছে দীর্ঘদিন ধরেই নেশা কারবরের সঙ্গে জড়িত রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় নির্দিষ্ট ধারায় মামলা রয়েছে। পুলিশ দীর্ঘদিন ধরে তাকে আটক করার জন্য খোঁজ ছিল।অবশেষে আগরতলা পশ্চিম থানার পুলিশের জালে ধরা পড়ে নেশা কারবারি সেলিম মিয়া।
তাকে জিজ্ঞাসাবাদ করে আরো বেশ কয়েকজনের নাম ধাম উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ।উল্লেখ্য রাজ্য সরকার রাজ্যকে নেশা মুক্ত রাজ্য গঠন করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে।রাজ্য সরকারের এই পরিকল্পনাকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে নেশা কারবারিরা নানা কৌশলে তাদের নেশা কারবার অব্যাহত রেখেছে।
পুলিশ ও নিরাপত্তা কর্মীরা এই স্বভাবের নেশা কারবারিদের জালে তোলার জন্য তৎপরতা অব্যাহত রেখেছে। পুলিশ জানিয়েছে গত কয়েকদিন আগে এক কুখ্যাত নেশাখোর বারীকে আটক করতে সক্ষম হয়েছিল পুলিশ।
তাকে জিজ্ঞাসাবাদ করে সেলিম মিয়া নামে অপর এক নেশা কারবারীর আস্তানা সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর পায় পুলিশ। সে অনুযায়ী তল্লাশি চালিয়ে জয়নগর এলাকা থেকে সেলিম মিয়া নামে নেশা কারবারীকে আটক করতে সক্ষম হয়েছে আগরতলা পশ্চিম থানার পুলিশ।
আটক নেশা কারবারিকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে পুলিশ। তাকে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে।পুলিশ রিমান্ডে এনে তাকে আরো জিজ্ঞাসাবাদ করে তথ্য উদ্ধারের চেষ্টা চালাবে আগরতলা পশ্চিম থানার পুলিশ।