স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ১৮ ডিসেম্বর।। উত্তর ত্রিপুরা ধর্মনগর জেলা হাসপাতালে দীর্ঘদিন ধরেই এক্সরে মেশিন বিকল হয়ে পড়ে রয়েছে। মেশিনটি সারাইয়ের জন্য জরুরিভিত্তিতে কোন ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না।এর ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এক্স-রে করাতে আসা রোগীদের। সংবাদ সূত্রে জানা গেছে এর আগেও একবার এক্সরে মেশিনটি বিকল হয়ে পড়েছিল। মেশিনটি সারাই করা হলেও ফের বিকল হয়ে পড়ে। জরুরী ভিত্তিতে মেশিনটি সারাই করার জন্য জোরালো দাবি উঠেছে।রোগী সাধারণের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে দীর্ঘদিন ধরে মেশিনটি বিকল হয়ে পড়ে থাকলেও মেশিন সারাইয়ের জন্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কোন ধরনের হেলদোল নেই। ধর্মনগর জেলা হাসপাতালের এক্স-রে করাতে আসেন কৈলাশহরের রোগীরাও।
এক্সরে মেশিন টি বিকল্প থাকায় কৈলাশহর থেকে আসা রোগীরাও সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেকে বাধ্য হয়ে প্রাইভেট ভাবে এক্স-রে করাতে জান। তাতে তাদের পকেট কাটা যাচ্ছে বলে অভিযোগ।জেলা হাসপাতালে একমাত্র এক্সরে মেশিন দ্রুত সংস্কার করা না হলে রোগীদের দুর্ভোগ আরো চরম আকার ধারণ করবে বলে সাধারণের অভিযোগ।
ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসার পরিসেবা নিয়ম সাধারণ মানুষের তরফ থেকে নানা অভিযোগ করা হয়েছে।