অনলাইন ডেস্ক, ১৮ ডিসেম্বর।। ফের একবার নতুন তিন কৃষি আইন নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরিষ্কার জানালেন, কৃষকরা অবশ্যই ফসলের ন্যূনতম সহায়ক মূল্য পাবেন। প্রধানমন্ত্রী এদিন কৃষকদের সঙ্গে এক বৈঠকে বলেন এই আইন একদিনে তৈরি হয়নি।
বিগত ২০-৩০ বছর ধরে কেন্দ্র, বিভিন্ন রাজ্য এবং অর্থনীতিবিদ ও কৃষকদের সঙ্গে আলোচনার পর এই আইনের রূপরেখা তৈরি করা হয়। কৃষকদের উন্নতি, তাঁদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং আয় বাড়াতে সময়োপযোগী এই আইন করা হয়েছে। শুক্রবার মধ্যপ্রদেশের রায়সেন জেলায় অনুষ্ঠিত ‘কিষাণ কল্যাণ’ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। করোনা পরিস্থিতিতে অনলাইনে এই বক্তব্য রাখেন তিনি।
সেখানেই এই তিন কৃষি আইন নিয়ে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমি সমস্ত রাজনৈতিক দলগুলির কাছে হাতজোড় করে অনুরোধ করছি আপনারা এই নতুন আইনের সমস্ত কৃতিত্ব নিন। আমি আপনাদের নির্বাচনী ইস্তেহারগুলিকেই সব কৃতিত্ব দিচ্ছি।
আমি শুধু চাই, কৃষকদের জীবন আরও সহজ ও সুন্দর হয়ে উঠুক। কৃষি ক্ষেত্রে আধুনিকরণ ও উন্নয়ন হোক। প্রধানমন্ত্রী এদিন অভিযোগ করেন, নতুন কৃষি আইন কৃষকদের উন্নতির জন্য করা হয়েছে। কিন্তু তাঁরা বিষয়টি বুঝতে পারছেন না। কৃষকদের ভুল বোঝানো হচ্ছে। বিরোধীরাই কৃষকদের ভুল বুঝিয়ে আন্দোলনের পথে টেনে এনেছে।
রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে এটা স্পষ্ট করেছেন যে, বিরোধীরা শুধুমাত্র বিরোধিতা করার জন্যই আইনের প্রতিবাদ করছে। আজ যারা বিরোধী আসনে রয়েছে ক্ষমতায় থাকাকালীন তাঁরাই এই আইন তৈরির কথা বলেছিলেন। অথচ এখন বিরোধী আসনে গিয়ে তাঁরাই কৃষকদের ভুল বোঝাচ্ছেন।
এদিনের অনুষ্ঠানে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানান, কৃষক মান্ডিগুলি কখওই বন্ধ করা হবে না। বরং প্রধানমন্ত্রীর বক্তব্যে এটা স্পষ্ট যে, কৃষকদের উন্নয়নের জন্যই এই আইন করা হয়েছে। তাই এই আইন এখনই বাতিল হচ্ছে না।