বৃষ্টিবিঘ্নিত ম্যাচে কোহলিকে ভরসা দিয়ে রাখল দুরন্ত বোলিং ব্রিগেড

অনলাইন ডেস্ক, ১১ ডিসেম্বর।। অ্যাডিলেডে গোলাপি বলে দিনরাতের টেস্ট শুরুর আগে অস্ট্রেলিয়া শিবিরে বার্তা পাঠিয়ে দিলেন ভারতীয় বোলাররা। মহম্মদ শামি থেকে যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ থেকে নবদীপ সাইনি, চার পেসারের ঝড়েই অস্ট্রেলিয়া এ দলের ইনিংস শেষ মাত্র ১০৮ রানে। টেস্ট সিরিজের কথা মাথায় রেখে শামি এবং বুমরাকে বিশ্রামে রেখেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। শুক্রবার গোলাপি বলে দিনরাতের প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে ভারতীয় বোলিংয়ের দুই স্তম্ভ বুঝিয়ে দিলেন, চার টেস্টের সিরিজ টিম পেন-এর দলের কাছেও কঠিন পরীক্ষা হতে চলেছে।

শামি নিলেন ২৯ রানে তিন উইকেট। বুমরা পেলেন দুই উইকেট। এক উইকেট পেলেও মহম্মদ সিরাজের বলের গতি ছিল ভয়ঙ্কর। তার আঘাতে ক্যামেরন গ্রিন মাঠের মধ্যেই বসে পড়েন। তাঁর হাঁটুতে ভালই চোট লেগেছে। নবদীপ সাইনি প্রথম বার অস্ট্রেলিয়ার মাটিতে দিনরাতের গোলাপি টেস্টের মহড়া ম্যাচে ১৯ রান দিয়ে তুললেন তিন উইকেট। তবে সেভাবে দেখলে ভারতীয় ব্যাটিং নিয়ে একটা অস্বস্তি রয়ে গিয়েছে। ভারত প্রথম ইনিংসে তোলে মাত্র ১৯৪ রান। সর্বোচ্চ রান বুমরার ৫৭ বলে ৫৫ রান। ওপেনার হিসেবে প্রথম টেস্টে কাকে খেলানো যায়, তা ঠিক করতে এই ম্যাচে নেমেছিলেন পৃথ্বী শ। তিনি ফেরেন ৪০ রান করে। মায়াঙ্ক আউট হন ২ রানে। তিন নম্বরে খেলতে নামেন শুভমন গিল।

তিনিও ৪৩ রান করে আউট হন। অজিঙ্ক রাহানে ৪ এবং হনুমা বিহারী ১৫ রান করেন। এই ম্যাচে খেলেননি বিরাট কোহলি এবং চেতেশ্বর পুজারা। ফলে ভারতের প্রথম সারির ব্যাটিং মোটেও আশ্বস্ত করতে পারছে না টিম ম্যানেজমেন্টকে। এ দিনই বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েছেন রোহিত শর্মা। শেষ দুটি টেস্টে খেলার জন্য তাঁকে দ্রুত অস্ট্রেলিয়ায় পাঠানো হবে বলে বোর্ডের তরফে জানানো হয়েছে। প্রথম টেস্টের পরেই ফিরছেন কোহলি। ফলে প্রশ্ন উঠছে, ব্যাটিং লাইন আপের যদি সেই দৃঢ়তা না থাকে, তা হলে শামি-বুমরাদের আগুননে বোলিংও কতটা ভারতীয় দলের পক্ষে কাজে আসবে! বোর্ডে বড় রান না থাকলে টেস্ট জয়ের সম্ভাবনা বাড়ার যে আশা নেই, সেটা সকলেই খুব ভাল বুঝতে পারছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?