স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১১ ডিসেম্বর।। তেলিয়ামুড়ার চাকমাঘাট এলাকায় বিশাল আকার টিলা ভূমি নিয়ে ২০০৩ সালে ইকো পার্ক তৈরি করা হয়েছিলো। কিন্তু বনদপ্তরের কর্মীদের রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে শুকর প্রতিপালনের বিচরন ভূমিতে পরিণত হয়েছে পার্কটি। গোটা পার্ক জুড়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। ভ্রমণ পিপাসুরা এই পার্ক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলা চলে। মুঙ্গিয়া কামি ফরেস্ট রেঞ্জের অধীনে চাকমা ঘাটের খোয়াই ব্যারেজ সংলগ্ন এলাকায় অবস্থিত এই পার্কটি।
এই পার্কটিতে বহু প্রজাতির গাছ-গাছালিও রয়েছে, রয়েছে বিনোদনের জন্য দোলনা সহ অন্যান্য সামগ্রী। কিন্তু পার্কের মধ্যে যত্রতত্র শুকর প্রতিপালনের ফলে গোটা পার্ক জুড়ে ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ। পূর্বে এই পার্কে ভ্রমণ পিপাসুরা এসে পিকনিক করতো। কিন্তু বর্তমান আর ভ্রমণ পিপাসুরা এই পার্কে আসে না। পার্কের দায়িত্বে থাকা এক বনকর্মী জানান, পূর্বে এই পার্কে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসতো। কিন্তু বর্তমানে মানুষজন খুব কম আসে এই পার্কে।