কৃষকরা পিতা-মাতার থেকে কোনও অংশেই কম নন : সোনু সুদ

অনলাইন ডেস্ক, ৬ ডিসেম্বর।। ১১ দিন ধরে দিল্লিতে চলছে কৃষকদের প্রতিবাদ বিক্ষোভ। একাধিক রাজনৈতিক দল ও সংগঠন ইতিমধ্যেই কৃষকদের বিক্ষোভ আন্দোলনকে সমর্থন জানিয়েছে। এরই মধ্যে কৃষকদের বিক্ষোভ আন্দোলন নিয়ে মুখ খুললেন অভিনেতা সোনু সুদ। স্পষ্ট বললেন, কৃষকরা পিতা-মাতার থেকে কোনও অংশেই কম নন। তাই কৃষকদের অবশ্যই যোগ্য মর্যাদা পাওয়া উচিত। সোনু এদিন টুইট করে এই কথা জানিয়েছেন। কৃষক আন্দোলন নিয়ে এর আগেও একবার টুইট করেন এই বলিউড তারকা। সেই টুইটে তিনি বলেছিলেন, কৃষকরাই আসল ভারতবর্ষ। নরেন্দ্র মোদি সরকারের আনা নতুন তিন কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা।

কৃষকদের দাবি, নরেন্দ্র মোদি সরকার কর্পোরেট সংস্থার কথা মাথায় রেখে এই আইন তৈরি করেছে। ফলে এই আইন বাস্তবায়িত হলে কৃষকদের পক্ষে তা চরম অমঙ্গলজনক হবে। সে কারণেই এই তিন আইন বাতিলের দাবিতে বিক্ষোভ চলছে কৃষকদের। ইতিমধ্যেই কৃষক সংগঠনগুলির সঙ্গে কেন্দ্রের পাঁচবার আলোচনা হয়েছে। কিন্তু কোন সমাধান সূত্র বের হয়নি। তাই ৯ডিসেম্বর ফের আলোচনায় বসবে উভয় পক্ষ। এরই মধ্যে আগামী মঙ্গলবার দেশজুড়ে বনধের ডাক দিয়েছেন কৃষকরা। ইতিমধ্যেই দেশের একাধিক রাজনৈতিক দল ও সংগঠন কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছে। বলিউড জগতের অনেকেই কৃষক আন্দোলনকে সমর্থন করেছেন। সমর্থন করেছেন খেলার জগতের লোকজনও।

এরই মধ্যে সোনু নতুন করে টুইট করলেন কৃষকদের নিয়ে। সোনু টুইটে জানিয়েছেন, কৃষকরা মা-বাবার চেয়ে কম কিছু নন। মা-বাবা যেমন শিশুর মুখে অন্ন তুলে দেন তেমনই কৃষকরা গোটা দেশের মানুষের মুখে অন্ন জোগান। তাই কৃষকদের অবশ্যই প্রাপ্য মর্যাদা পাওয়া উচিত। উল্লেখ্য, এর আগে করোনাজনিত কারণে লকডাউন জারির সময় পরিযায়ী শ্রমিকদের পাশে এসে দাঁড়িয়েছিলেন এই অভিনেতা। লকডাউনের কারণে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের খাবারের ব্যবস্থা করা ছাড়াও তিনি তাঁদের নিজেদের রাজ্যে ফেরার বন্দোবস্ত করে দিয়েছিলেন। এমনকি, শ্রমিকদের জন্য তিনি বিমানের টিকিটও কেটে দিয়েছিলেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?