স্টাফ রিপোর্টার, সাব্রুম, ৬ ডিসেম্বর।। করোনা পরিস্থিতিতে থেমে নেই স্বাস্থ্য পরিষেবা। হাসপালে তো আছেই, তার বাইরেও হাটে বাজারেও পরিষেবা দিয়ে চলেছেন স্বাস্থ্যকর্মীরা। এই বিষয়ে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের স্বাস্থ্যকর্মীরা কোভিডের এই কঠিন পরিস্থিতির মধ্যেও জনস্বাস্থ্য বিষয়ে নিবিড় কার্যক্রম করে চলেছে।জেলা এনসিডি সেল এবং পিএইচসি দ্বারা আয়োজিত মনু বাজারে গণ ডায়াবেটিস স্ক্রিনিং ও ওষুধ বিতরণের কর্মসূচী রূপায়িত হয়েছে। মোট ৫৬৫ জনের স্ক্রিনিং করা হয়েছে। যা কোনও এনসিডি প্রচারণায় একটি রেকর্ড। কোভিড থেকে মানুষকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি যে ভাবে স্বাস্থ্যকর্মী যোদ্ধারা শিশুদের টিকাকরণ বা ডায়াবেটিস স্ক্রিনিংয়ের কাজ করে চলেছেন, তার জন্য আমি তাঁদের ধন্যবাদ ও অভিনন্দন জানাই।’