স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১ ডিসেম্বর।।সেকেরকোট এর মালাবাতি চা বাগানে বন্ধু মানে ভালোবাসা সামাজিক সংস্থার উদ্যোগে গরীব শ্রমিকদের মধ্যে কম্বল বিতরণ করা হলো।মঙ্গলবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে বন্ধু মানে ভালোবাসা সামাজিক সংস্থার কর্মকর্তারা চা বাগান শ্রমিকদের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেন। করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে চা বাগান শ্রমিকরা চরম আর্থিক দুর্দশায় পড়েছেন। অনেকের বাড়িঘর এই শীত বস্ত্রের সংকট রয়েছে। অভাব-অনটনের কারণে অনেকেই শীতবস্ত্র কিনতে পারছেন না।
এবিষয়টি অনুভব করেই বন্ধু মানে ভালোবাসা সামাজিক সংস্থার কর্মকর্তারা তাদের পাশে দাঁড়ালেন।সামাজিক সংস্থার কর্মকর্তারা সেকেরকোট মালাবতী চা বাগানে গিয়ে চা শ্রমিকদের মধ্যে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে কম্বল তুলে দিয়ে আগামী দিনেও তাদের পাশে থাকার আশ্বাস দেন। শীতবস্ত্র কম্বল পেয়ে শ্রমিকরা রীতিমতো আপ্লুত। স্বেচ্ছাসেবী সংস্থাটির এ ধরনের কাজকর্মের ভূয়শী প্রশংসা করেছেন এলাকার সাধারণ মানুষ জন।অন্যান্য ক্লাব স্বেচ্ছাসেবী সংস্থা এবং সমাজসেবী সংস্থাগুলিকে এ ধরনের সামাজিক কাজে এগিয়ে আসার জন্য উদ্যোক্তাদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।