শুনানি চলাকালীন খালিগায়ে দেখা গেল আইনজীবীকে, প্রবল ক্ষোভ শীর্ষ আদালতের

অনলাইন ডেস্ক, ১ ডিসেম্বর।। করোনাজনিত কারণে দীর্ঘ আট মাস ধরে সুপ্রিম কোর্টে চলছে অনলাইন শুনানি। মঙ্গলবার একটি মামলার শুনানি চলাকালে কেরলের এক আইনজীবীকে খালি গায়ে বসে থাকতে দেখা যায়। ওই আইনজীবীর এই আচরণে তীব্র ক্ষোভ প্রকাশ করে শীর্ষ আদালতের বিচারপতি এলএল রাহুলের নেতৃত্বাধীন বেঞ্চ। শীর্ষ আদালতের বেঞ্চ ওই আইনজীবীকে বলে, আট মাস হয়ে গেল ভার্চুয়াল প্রক্রিয়ায় আদালতের কাজ হচ্ছে। কিন্তু আপনি এখনও শুনানির নিয়ম-কানুন শিখলেন না। আপনি কেন এতটা অসতর্ক হয়ে রয়েছেন। বিচারপতি এল এল রাওয়ের বেঞ্চে এদিন কোভিড সংক্রান্ত একটি মামলার শুনানি চলছিল।

এসময় দেখা যায় এক ব্যক্তি খালি গায়ে কেরলের আইনজীবী জি প্রকাশের ক্যামেরা ঠিক করছেন। সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট প্রকাশের দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু ওদিক থেকে কোনও উত্তর মেলেনি। পরে জানা যায় যে ব্যক্তি খালিগায়ে ক্যামেরা ঠিক করছিলেন তিনিও একজন আইনজীবী। তাঁর নাম এমএল জিষ্ণু। তিনি প্রকাশের আত্মীয়। প্রকাশের দিক থেকে কোনও উত্তর না মেলায় প্রচন্ড ক্ষিপ্ত হয় বেঞ্চ। সঙ্গে সঙ্গেই বেঞ্চ জানায়, দীর্ঘ আট মাস হয়ে গেল ভার্চুয়াল প্রক্রিয়ায় শুনানি চলছে। কিন্তু একজন আইনজীবী তারপরও কি করে এতটা অসতর্ক হতে পারেন। অন্যদিকে প্রকাশ পরে বলেন, কিছুতেই তাঁর ক্যামেরা ঠিক মতো কাজ করছিল না।

তাই তিনি একজনকে সেটি ঠিক করতে বলেছিলেন। সে সময়ই এই বিপত্তি।তবে তিনি নিজে যে আইনজীবীর পোশাক পরেছিলেন সে কথা মনে করিয়ে দেন প্রকাশ। উল্লেখ্য, এর আগে গত মাসেও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে একজন আইনজীবী জামা না পরেই চলে এসেছিলেন। সেই শুনানিতেও প্রবল ক্ষোভ প্রকাশ করেছিলেন বিচারপতি চন্দ্রচূড়। ভার্চুয়াল শুনানিতে আদালতে এ ধরনের একাধিক অনিয়মের ঘটনা ঘটছে। আদালত চলাকালীন ক্যামেরা অন করে আইনজীবীকে ধূমপান করতেও দেখা গিয়েছে। তবে প্রতিটি ক্ষেত্রেই তীব্র অসন্তোষ প্ৰকাশ করেছে শীর্ষ আদালত।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?