অনলাইন ডেস্ক, ২২ নভেম্বর।। করোনা-কালে চাকরির বাজার মন্দা। এই পরিস্থিতিতে সহানুভূতির ভিত্তিতে চাকরি পেতে বাবাকেই খুন করে বসল বেকার ছেলে। ঝাড়খণ্ডের রামগড়ের ঘটনা। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি কৃষ্ণরাম রামগড় (৫৫) ছিলেন সেন্ট্রাল ফিল্ডস লিমিটেড (সিসিএল)-এর কর্মী।
তিনি রামগড় জেলার বরকাকানায় সিসিএলের সেন্ট্রাল ওয়ার্কশপের প্রধান নিরাপত্তা কর্মী ছিলেন। গত বৃহস্পতিবার গলা কাটা অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয়। প্রসঙ্গত, সিসিএলের নিয়ম অনুসারে, কোনও কর্মীর কর্মকালের মেয়াদে মৃত্যু হলে তাঁর বৈধ নির্ভরশীলকে চাকরি দেওয়া হবে।
এসডিপিও প্রকাশ চন্দ্র মাহাতো এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, কৃষ্ণরামের ৩৫ বছরের ছেলে গত বুধবার রাতে বরকাকানার কোয়ার্টারে বাবার গলা কেটে খুন করে। পুলিশের দাবি, জেরার মুখে অপরাধ কবুল করেছে অভিযুক্ত। সে জানিয়েছে, সিসিএলে সহানুভূতির খাতিরে বাবার চাকরি পাওয়ার লক্ষ্যেই বাবাকে খুন করেছে সে।