স্টাফ রিপোর্টার, কলকাতা, ১৫ নভেম্বর।। বাংলা সিনেমা জগতে নক্ষত্রপতন। চলে গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ৬ অক্টোবর থেকে দীর্ঘদিন অসম লড়াই চালালেও শেষমেশ হার মানলেন কিংবদন্তি। সৌমিত্রবাবুর প্রয়াণে শেষশ্রদ্ধা জানানোর ঢল নেমেছে।
সৌমিত্র মৃত্যুর খবর প্রকাশ্যে আসার কয়েক মিনিটের মধ্যে বেলেভিউ ক্লিনিকে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পর সৌমিত্র-কন্যা পৌলমী জানান, দুটোর সময় হাসপাতাল দেহ ছাড়বে। তারপর তা যাবে গলফ গ্রীনের বাড়িতে। সেখান থেকে টালিগঞ্জের স্টুডিওতে।
সেখানে সৌমিত্রর দীর্ঘদিনের সহকর্মী, অনুজ শিল্পী,টেকনিশিয়ানরা তাঁকে শ্রদ্ধার্ঘ জানানোর সুযোগ পাবেন। দুপুর ৩.৩০-এর মধ্যে সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেহ নিয়ে আসা হবে রবীন্দ্র সদনে। সেখানে অভিনেতার অগুনতি অনুরাগীরা সৌমিত্রবাবুকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন।
২ ঘন্টা সেখানে রাখা থাকবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মরদেহ, জানালেন কন্যা। বেলভিউয়ের বাইরে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সাড়ে পাঁচটা নাগাদ সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেহ নিয়ে রওনা দেওয়া হবে কেওড়াতলা মহাশ্মশানের উদ্দেশ্যে।
সন্ধ্যা ৬.১৫-৬.৩০ মধ্যে গান স্যালুট দিয়ে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। তিনি বলেন, “আজ বাংলার এক দুঃখের দিন, বললেন মুখ্যমন্ত্রী। করোনা আক্রান্ত হওয়ার পর সৌমিত্রবাবুর সঙ্গে আমার সঙ্গে শেষ কথা হয়, তখন আমি মেদিনীপুরে।”