অনলাইন ডেস্ক, ২৭ অক্টোবর।।প্যারিসে শিক্ষক হত্যার পর, ফরাসি রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাঁকরের ইসলাম নিয়ে মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছিলেন ইমরান খান। এখানেই থেমে থাকেনি পাকিস্তান। আজ সংসদে প্যারিসে থাকা পাকিস্তানি রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনার প্রস্তাব পাশ হয়।
তবে সেখানেও বিপত্তি। জানা যায় বর্তমানে প্যারিসে পাকিস্তানের কোনও রাষ্ট্রদূতই নেই!ফ্রান্সে থাকা পাকিস্তানের শেষ রাষ্ট্রদূত মইন-উল-হককে তিন মাস আগেই চিনে বদলি করে দেওয়া হয়। তাঁর বদলে কাউকে দূত করে পাঠায়নি ইসলামাবাদ। সবচেয়ে মজার ব্যাপারে, সংসদে এই প্রস্তাবটি আনেন বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। তাঁর মন্ত্রকের কাছেই সমস্ত রাষ্ট্রদূতদের তথ্য থাকার কথা।
দূত না থাকা সত্ত্বেও ফিরিয়ে আনার এই সিদ্ধান্ত ইচ্ছাকৃত না সরকারি গাফিলতি তা অবশ্য জানা যায়নি। ব্যাপারটি জানাজানি হওয়ার পর হাসির রোল উঠেছে বিশ্বের বিভিন্ন প্রান্তে।