স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ অক্টোবর।। আগামী ২৩ অক্টোবর বিহারে বিধানসভা নির্বাচন। আর এর জন্য ত্রিপুরা থেকে রওয়ানা হল ৮০০ জন টি এস আর ও ১০০ জন বি এস এফ জওয়ান। সোমবার আগরতলা বাধারঘাট রেল ষ্টেশন থেকে রেলে করে নির্বাচনী কাজের জন্য রওয়ানা হয় টি এস আর জওয়ানেরা। আপ ০০৭২০ আগরতলা থেকে সাসারাম ইলেকসন স্পেশাল ট্রেনে রওয়ানা হয় টি এস আর ও বি এস এফ জওয়ানেরা। বিহারের বিধানসভা নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকবে এই টি এস আর জওয়ান।