স্টাফ রিপোর্টার, আমবাসা, ১৬ অক্টোবর।। শুক্রবার সকালে বাইক ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো ২ জনের। ঘটনাটি ঘটেছে আমবাসা থানার অস্তগত জেলা পরিষদ সংলগ্ন আসাম আগরতলা জাতীয় সড়কে। ঘটনার বিবরনে জানা গেছে শুক্রবার সকাল ৬টায় চান্দ্রাই বাড়ি থেকে জহর নগর বাইকে করে যাচ্ছিলেন ৩ জন। যাওয়ার পথে জেলা পরিষদ সংলগ্ন আসাম-আগরতলা জাতীয় সড়কে উলটো দিক থেকে আসা একটি ১২ চাকার লরির সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনাস্থলেই বাইক থেকে ছিটকে মাটিতে পড়ে যান জীবন দেবনাথ নামে ওই বাইক চালক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হয় বাইকের পেছনে থাকা দুই ব্যাক্তি। অপরদিকে সেইসময় রাস্তা দিয়ে প্রাইভেট পড়তে যাচ্ছিলেন এক ছাত্রী এই দুর্ঘটনায় তারও মৃত্যু হয়। আহতদের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।