অনলাইন ডেস্ক, ১৬ অক্টোবর।। আশার রূপোলি রেখা দেখা যাচ্ছে! সুস্থতার পথে বাঙালির প্রিয় ফেলুদা সৌমিত্র চট্টোপাধ্যায়। চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। আগের থেকে আরও খানিকটা ভালো শারীরিক পরিস্থিতি। বেলভিউ হাসপাতাল সূত্রে খবর, রাতে ঠিকমতো ঘুমিয়েছেন। গত কয়েকদিনের তুলনায় তাঁর অস্থিরতা আরও কমেছে।
তাঁর শরীরে সোডিয়াম-পটাশিয়ামের মাত্রা যথাযথ। চলছে মিউজিক থেরাপি। মূলত রবীন্দ্রসঙ্গীত ও পছন্দের গান শোনানো হচ্ছে বর্ষীয়ান অভিনেতাকে। তাতে সমস্যা অনেকটাই কমেছে। চোখ টানা খুলে রাখতে পারছেন অনেকটা। ডাকলে সাড়া দিচ্ছেন, এমনকী কিছু করতে বললে তা করতেও পারছেন। প্রসঙ্গত, করোনা আক্রান্ত হওয়ার ঠিক ১৪ দিনের মাথায় বুধবার সন্ধ্যায় তাঁর কোভিড রিপোর্টও নেগেটিভ এসেছে। এই মুহূর্তে এনআরবিএম মাস্ক সাপোর্টে রয়েছেন বর্ষীয়ান এই অভিনেতা।
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
এনসেফেলোপ্যাথি নিয়ন্ত্রণ করতে দুটি নতুন ওষুধ চালু করা হয়েছে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও চালু করা হয়েছে নতুন কোর্স। হাসপাতাল সূত্রে বলা হয়েছে, শরীরে অক্সিজেনের তারতম্যের কারণে মাঝেমধ্যে তাঁর বাইপ্যাপ সাপোর্ট লাগছে বটে, তবে দিনে কয়েক ঘণ্টা দিলেই কাজ হয়ে যাচ্ছে। যেমন বৃহস্পতিবার রাতে বাইপ্যাপ বৃহস্পতিবার সাপোর্ট দেওয়া হলেও, শুক্রবার সকালে সেটি খুলে নেওয়া হয়।