আমবাসা স্টেশনে চিকিৎসা পরিষেবা শুরু লাইফ লাইন এক্সপ্রেসের

স্টাফ রিপোর্টার, আমবাসা, ৮ অক্টোবর।। সকল মানুষের মৌলিক চাহিদা গুলোর মধ্যে অন্যতম একটি চাহিদা হল সঠিক স্বাস্থ্য পরিষেবা। সকল অংশের মানুষকে সেই পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে চলেছে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের ৩৭ লক্ষ মানুষের কল্যাণে প্রতিনিয়ত কাজ করে চলছেন। ত্রিপুরা রাজ্যের সবচাইতে পিছিয়ে পড়া ও দুর্গম জেলা হচ্ছে ধলাই জেলা। এই জেলার অধিকাংশ মানুষই উপজাতি অংশের। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সম্প্রতি ভারত সরকারের রেল মন্ত্রণালয়ের নিকট আবেদন করেছিলেন যেন ইম্প্যাক্ট ইন্ডিয়া লাইফ লাইন এক্সপ্রেসের মাধ্যমে ধলাই জেলার মানুষের কাছে স্বাস্থ্যপরিসেবা পৌঁছে দেওয়া হয়।

মুখ্যমন্ত্রীর সেই আবেদনে সাড়া দিয়ে আমবাসা রেল স্টেশনে এসে পৌঁছায় লাইফ লাইন এক্সপ্রেস ট্রেন। বৃহস্পতিবার থেকে আমবাসা রেল স্টেশনে এই এক্সপ্রেস ট্রেনের মধ্যে মানুষকে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে। চোখ, কান, নাক, গলা সহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা করা হবে এই ট্রেনে। পাশাপাশি বিনামূল্যে প্রদান করা হবে প্রয়োজনীয় ঔষধ। রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকরা। আগামী এক মাস এই ট্রেন আমবাসা স্টেশনে দাঁড়িয়ে পরিষেবা প্রদান করবে জেলাবাসীকে। বৃহস্পতিবার আমবাসা রেল স্টেশন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এর শুভ সূচনা করেন পূর্ব ত্রিপুরার লোকসভা কেন্দ্রের সাংসদ রেবতী ত্রিপুরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪৭ আমবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক পরিমল দেববর্মা, বিধায়ক আশিস দাস সহ প্রশাসন ও রেল দপ্তরের আধিকারিকরা। তবে ইম্প্যাক্ট ইন্ডিয়া লাইফ লাইন এক্সপ্রেসের মাধ্যমে উপকৃত হবেন ধলাই জেলাবাসী সেটা আর বলার অপেক্ষা রাখে না। এইদিনের অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে সাংসদ রেবতী কুমার ত্রিপুরা বলেন রেল মন্ত্রক উত্তর-পূর্বাঞ্চলকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। তার জন্য রাজ্যবাসীর পক্ষ থেকে রেল মন্ত্রী ও রেল মন্ত্রককে ধন্যবাদ জানান।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?