স্টাফ রিপোর্টার, আগরতলা, ৬ অক্টোবর।। ত্রিপুরায় সম্প্রতি কোভিড-১৯ নমুনা পরীক্ষা কমেছে। ফলে, আক্রান্তের সংখ্যায় নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। তাতে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে এমনটা ভাবা ভুল হবে। মানুষের মধ্যে ভুল বার্তা ছড়াবে। আজ কোভিড-১৯ নিয়ে সুয়োমুটো মামলায় ত্রিপুরা হাই কোর্টের প্রধান বিচারপতি আকিল কুরেশি এই মন্তব্য করেছেন। পাশাপাশি, নমুনা পরীক্ষা কিভাবে বাড়ানো যায়, তা সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, বিশেষজ্ঞ কমিটির রিপোর্টের ভিত্তিতে আরও কি ব্যবস্থা নেওয়া হয়েছে, তা ত্রিপুরা সরকার-কে জানাতে বলেছেন।
এই মামলায় পরবর্তী শুনানির দিন ১৩ অক্টোবর ধার্য করেছে ত্রিপুরা হাই কোর্ট।ত্রিপুরায় করোনা পরিস্থিতি নিয়ে উচ্চ আদালত সুয়োমুটো মামলা নিয়েছে। গত ১১ সেপ্টেম্বর ওই মামলা নথিভুক্ত হয়েছিল। এরপর ১৮ সেপ্টেম্বর, ২৮ সেপ্টেম্বর, ৫ অক্টোবর এবং আজ ৬ অক্টোবর ওই মামলায় শুনানি হয়েছে। করোনা পরিস্থিতি নিয়ে দিল্লির বিশেষজ্ঞ কমিটির রিপোর্টের উপরই উচ্চ আদালত বিশেষ জোর দিয়েছে। ইতিমধ্যে ত্রিপুরা সরকার ওই রিপোর্টের ভিত্তিতে কার্যকরী ব্যবস্থা উচ্চ আদালতে জানিয়েছে।
তারপরও হাইকোর্ট আরও কিছু প্রশ্নের জবাব চেয়েছে। ত্রিপুরা সরকার সেই সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার পর আজ নতুন করে আরো কিছু বিষয়ে ত্রিপুরা সরকারের স্পষ্টীকরন চেয়েছে উচ্চ আদালত।আজ প্রধান বিচারপতি ত্রিপুরায় করোনা-র নমুনা পরীক্ষা নিয়ে সওয়াল করেছেন। তার জবাবে অ্যাডভোকেট জেনারেল যুক্তি দিয়ে বোঝাতে ব্যর্থ হয়েছেন। সম্প্রতি নমুনা পরীক্ষায় নিম্নমুখী প্রবণতা দেখা গিয়েছে। স্বাভাবিক ভাবেই, আক্রান্তের সংখ্যাও কমেছে। প্রধান বিচারপতি আকিল কুরেশি জানতে চেয়েছেন নমুনা পরীক্ষায় নিম্নমুখী প্রবণতা কেন হয়েছে।
কারণ, বিমান বন্দর, রেল স্টেশন এবং চুড়াইবাড়ি গেইটে প্রত্যাহৃত পরীক্ষা অন্যত্র করার নির্দেশ দেওয়া হয়েছিল। অ্যাডভোকেট জেনারেল বলেন, ওই সমস্ত স্থানে গড় আক্রান্তের সংখ্যা এক শতাংশে নেমে এসেছে। তাই ত্রিপুরা সরকার সেখানে ১০০ শতাংশ পরীক্ষা-র সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। তাছাড়া, অন্যত্র সেই পরীক্ষা করার মতো সুযোগ পাওয়া যাচ্ছে না। সে-বিষয়ে মুখ্য সচিব গটককাল বৈঠক করেছেন।প্রধান বিচারপতি বলেন, করোনা-র নমুনা পরীক্ষা কমিয়ে আক্রান্তের সংখ্যা কমে গেছে ভাবা ভুল হবে। তাতে, মানুষের কাছে ভুল বার্তা পৌছাবে। মানুষ নিরাপত্তা নিয়ে ভুল ধারণা নিয়ে রাখবে। তাঁর সাফ কথা, এমনভাবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে মনে করা ঠিক হবে না। তাহলে সেটা গুরুতর অন্যায় হবে।
তিনি নির্দেশ দেন, যে স্থানে করোনা-র নমুনা পরীক্ষা প্রত্যাহৃত হয়েছে, তা অন্যত্র করার ব্যবস্থা হোক।এ-সমস্ত বিষয়ে ত্রিপুরা সরকার-কে হলফনামা দিয়ে জানাতে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। পাশাপাশি, কেন্দ্রীয় বিশেষজ্ঞ দলের রিপোর্টের কার্যকরী পদক্ষেপ সবিস্তারে জানাতে বলেছে প্রধান বিচারপতি আকিল কুরেশি এবং বিচারপতি শুভাশিস তলাপাত্রের ডিভিশন বেঞ্চ।