স্টাফ রিপোর্টার, বিশালগড়, ৫ অক্টোবর।। রাতের অন্ধকারে এক যুবতীকে প্রাণে মারার চেষ্টা। থানায় মামলা দায়ের। পলাতক অভিযুক্তরা । আক্রান্ত যুবতীর বাড়িতে ছুটে গেল কমলাসাগর মহিলা মোর্চার প্রতিনিধি দল। ঘটনা বিশালগড় থানাধিন নেহাল চন্দ্রনগর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় নেহাল চন্দ্রনগর এলাকার দীপক রায় এবং রাজেশ গোয়ালা গত কয়েকদিন যাবত ওই এলাকার এক সংখ্যালঘুর যুবতীকে উত্ত্যক্ত করে আসছিল। গরিব পরিবারের ঐ যুবতীটি এলাকার মধ্যে গৃহ শিক্ষিকা হিসেবে পরিচিত। গৃহ শিক্ষিকার কাজ করে সে সংসার চালায়। অভিযুক্তরা ঐ যুবতীকে গৃহ শিক্ষিকার কাজ বন্ধ করার জন্য হুমকি দিয়ে আসছিল। রবিবার সন্ধ্যায় যুবতী এবং তার ভাই ঘটনার বিষয়ে এলাকার পঞ্চায়েত সদস্যকে জানানোর জন্য যায়।
সেখান থেকে বাড়ি ফেরার পথে ঐ যুবতীকে অভিযুক্ত দুই দুষ্কৃতী দীপক এবং রাজেশ মিলে প্রাণে মারার চেষ্টা করে। ছিঁড়ে ফেলা হয় যুবতীর পোশাক। শেষ পর্যন্ত যুবতী ঘটনাস্থল থেকে কোনক্রমে পালিয়ে বাড়িতে আসে। পরবর্তী সময় ঐ যুবতি অভিযুক্তদের বিরুদ্ধে বিশালগড় মহিলা থানায় মামলা দায়ের করে। ঘটনার খবর পেয়ে সোমবার যুবতীর বাড়িতে ছুটে যায় কমলাসাগর মহিলা মোর্চার একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন মহিলা মোর্চার সভানেত্রী জুমন সরকার সহ অন্যান্যরা। তারা আক্রান্ত যুবতির সাথে কথা বলেন। ঘটনার বিষয়ে অবগত হন। মহিলা মোর্চার পক্ষ থেকে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও তাদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।