অনলাইন ডেস্ক, ১৪ সেপ্টেম্বর।। সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন শুরু হল। আর প্রথম দিনই সংসদের বাইরে দাঁড়িয়ে একতার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন তিনি বলেন, অনেক প্রতিকূলতার মধ্যেও আমাদের সেনা বাহিনী সাহস আর অটল কর্তব্য নিয়ে কাজ করে চলেছে।
কষ্টকর আবহাওয়ার সঙ্গে লড়াই করেও সীমান্ত রক্ষায় পিছপা হননি তাঁরা। আমি নিশ্চিত তাঁদের পাশে থাকার জোরাল বার্তা পৌঁছবে সংসদ থেকে।' মনে করা হচ্ছে লাদাখ ইস্যুতে ভারত-চিনের মধ্যে যে তীব্র সংঘাত দেখা দিয়েছে সেই প্রসঙ্গ এবার উঠবে সংসদে।
লাদাখে চিনা আগ্রাসনে ২০ জন ভারতীয় জওয়ান শহীদ হওয়ায় বিরোধীরা চেপে ধরতে পারে কেন্দ্রকে। সূত্রের খবর, বিরোধী চাপ সামলাতে আগেভাগেই লাদাখ নিয়ে সংসদে বিবৃতি দিতে পারে কেন্দ্র। সকলকে পাশে পাওয়ার চেষ্টা করবে সরকার। এদিন সেই ইঙ্গিতই দিয়ে রাখলেন প্রধানমন্ত্রী।