দীর্ঘ ৪৩ বছর পর রাজ্যসভার ডেপুটি চেয়ারপার্সনের পদ হাতছাড়া হতে চলেছে কংগ্রেসের

অনলাইন ডেস্ক, ১০ সেপ্টেম্বর ।।নতুন করে কোন আশ্চর্যজনক ঘটনা না ঘটলে দীর্ঘ ৪৩ বছর পর রাজ্যসভার ডেপুটি চেয়ারপার্সনের পদ হাতছাড়া হতে চলেছে কংগ্রেসের। ১৯৭৭ সাল থেকে একটানা এই পদটি কংগ্রেসের দখলে রয়েছে। ১৪ সেপ্টেম্বর রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে নির্বাচন। অঙ্কের বিচারে রাজ্যসভার ডেপুটি চেয়ারপার্সনের পদটি এবার ছিনিয়ে নিতে চলেছে বিজেপি। বিজেপির একার পক্ষে হয়তো রাজ্যসভার ডেপুটি চেয়ারপার্সনের পদ পাওয়া সম্ভব নয়। কিন্তু কয়েকটি দলের সহযোগিতার কারণে এবার তারা কংগ্রেসের কাছ থেকে এই পদটি ছিনিয়ে নিতে চলেছে।

করোনা পরিস্থিতির মধ্যেই ১৪ সেপ্টেম্বর শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। বাদল অধিবেশনের প্রথম দিনেই রাজ্যসভার ডেপুটি চেয়ারপার্সন নির্বাচনের কাজটা সেরে রাখতে চাইছে নরেন্দ্র মোদি সরকার। চলতি বছরের এপ্রিল থেকে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের পদটি শূন্য রয়েছে। শুক্রবার মনোনয়ন দাখিলের শেষ দিন। তবে বসে নেই কংগ্রেস। তারাও চেষ্টা করছে যে কোনও ভাবে এই পদটি নিজেদের দখলে রাখতে। দীর্ঘ ৪৩ বছর যে পদ তাদের দখলে ছিল তা হাতছাড়া হোক, সেটা চাইছে না কংগ্রেস। তাই কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধী ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বিভিন্ন দলের কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে ইতিমধ্যেই এনডিএ জোটের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র পেশ করেছেন হরিবংশ। হরিবংশের জয় নিয়ে বিজেপি প্রায় নিঃসংশয়। এই মুহূর্তে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের পদটি নিজেদের দখলে রাখতে গেলে ইউপিএর বাইরের থেকে অন্তত ৬০টি ভোট কংগ্রেসকে পেতে হবে। কিন্তু এই মুহূর্তে কংগ্রেসের পক্ষে সেটা সম্ভব হবে না বলেই মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে এই মুহূর্তে এনডিএ-র সাংসদ সংখ্যা ১১৭। ডেপুটি চেয়ারপার্সনের পদটি দখলে রাখতে দরকার ১২২টি ভোট। বিজেপির পক্ষে এই পাঁচটি ভোট জোগাড় করে তেমন কোনও সমস্যা হবে না বলেই রাজনৈতিক মহল মনে করছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?