অনলাইন ডেস্ক, ৮ সেপ্টেম্বর।। আবারও সংবাদের শিরোনামে উঠে এল হরিয়ানার নেতাজি সুভাষ ন্যাশনাল স্পোর্টস ইস্টিটিউট। গত মাসে কোয়ারেন্টাইন ভেঙে জাতীয় দলের বক্সাররা শিবিরের বাইরে ঘোরাফেরা করে বিতর্ক তৈরি করেছিলেন। এবার হিমা দাস এবং অন্যান্য অ্যাথলিটরা অভিযোগ করলেন, তাঁদের নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে।
শুধু তাই নয়. তাঁরা এই অভিযোগও করেছেন যে, রান্নাঘরে ন্যুনতম পরিচ্ছন্নতা বজায় রাখা হয় না। এই ঘটনা প্রকাশ্যে চলে আসায় তদন্ত শুরু করেছে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া। শোনা গিয়েছে, তাঁর খাবারে নখ পাওয়া গিয়েছিল। হিমা সেই ছবি মোবাইলে তুলে তা পাঠিয়ে দেন সাই কর্তাদের কাছে। তারপরেই শুরু হয় তৎপরতা।
ফুড ইন্সপেকশন কমিটি নামে একটি কমিটি তৈরি করে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। শোনা গিয়েছে, হিমা গোটা ঘটনা নিয়ে অভিযোগ করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুর কাছে। তার পরেই দ্রুততার সঙ্গে বিষয়টির নিষ্পত্তির প্রক্রিয়া শুরু হয়েছে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী যত দ্রুত সম্ভব, এই বিষয়টি পর্যালোচনা করে ক্রীড়ামন্ত্রকের কাছে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
যা এনআইএস কর্তাদের প্রবল অস্বস্তিতে ফেলে দিয়েছে। সম্প্রতি হিমার সঙ্গে অনলাইন ভিডিওয় কথা বলেন সাই-এর ডিরেক্টর সন্দীপ প্রধান, সচিব রোহিত ভরদ্বাজ এবং অন্যান্য আধিকারিকরা। সেখানে হিমা ছাড়াও বেশ কয়েক জন অ্যাথলিট অভিযোগ করেন, খাবারের মান যেমন নিম্ন পর্যায়ের, তেমনই রান্নাঘরের কর্মীরা ন্যুনতম পরিচ্ছন্নতা বজায় রাখেন না।
বিষয়টি নিয়ে তাঁদের সঙ্গে কথা বলা হলেও কর্মচারীরা তাকে আমল দিতে চাননি। এমনকী হিমারা এই অভিযোগও করেন যে, করোনার কারণে বারবার হাত স্যানিটাইজার দিয়ে পরিষ্কার কথা বলা হয়েছে সরকারি নিয়মে। কিন্তু কেউ সেই নির্দেশ পালন করেন না। মুখে কেউ মাস্কও পরছেন না। এই পরিস্থিতিতে সবচেয়ে আতঙ্কে রয়েছেন খেলোয়াররা।